আমাদের কথা খুঁজে নিন

   

শীতের আমি

এই শীতে আমি খুব একটা খারাপ নাই। মাঝে কয়দিন অক্সিজেন আর নেবুলাইজার এর উপর ভর করে শুরু করলাম শীতকাল। বাকি দিনগুলোও কাটিয়ে দিতে পারব আসা করি। জানো, প্রতিবার নিচে নামার পর মনে হয় মাফলার নিয়ে আসি নাই। তখন আর আবার ৬ তলায় উঠতে মন চায় না।

অথচ একসময় নিজেকে একটা কড়া বকা দিয়ে আবার নিয়ে আসতে যেতাম। এখন ক্যান জানি মনে হয় “কার জন্য এইসব নিয়ম মানা কেও তো জানতে চায় না এই শীত এ কেমন আছি আমি”। বিশ্বাস করো রাত ১০টা পর্যন্ত টিএসসি বা নাট্যশালার মাঠে বসে মাথায় কুয়াশা লাগালেও অপরাধবোধ কাজ করে না। কারো কাছে তো আর ভাল রাখার অঙ্গিকার করিনি। যার কাছে করেছিলাম তার ফোন তো অনেক দিন ধরে বন্ধ।

কাকে বলবো যে “আমি তোমার খেয়াল রাখছি”। গরম পানিতে গোসল করা অনেক আগেই শেষ হয়ে গেসে। এখন সুযোগ পাইলেই হল এর পুকুরে একটা ডুব দেই। আর নাক বন্ধ ঠিক করার জন্য ভাপ নেওয়ার সেই বিরক্তিকর কাজটাও বন্ধ হয় গেসে। শুধু একটা জিনিসই আছে তা হলো তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত।

বাঁচতে চাই! কারন বাঁচাতে চাই। জানিনা আমি কোন দিকে যাচ্ছি। জীবনের শুরু না হতেই কি শেষ হয় গেল। আমার পৃথিবীটা ছোট হয়ে যাছে। কোনদিন জানি শেষ হয়ে যায় সেই অপেক্ষায়ে বসে আছি......খুব জানতে ইচ্ছা করে এই শীতের আমাকে মনে পড়ে কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।