আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল আকা ওয়ারিদ -- হারামীর বাচ্চারা রেট বাড়াইছে



গত ১৫/২০ দিন যাবত ওয়ারিদ থিকা কাউরে ফোন দিতে পারতাছি না, নানান প্রব্লেম। ফোন অন, কিন্তু, অফ দেখায়। এক্কেরে মাইঙ্কা চিপায়। এর মাঝে আজ দেখি কুত্তার বাচ্চাগুলা কল রেট ও বাড়ায় দিছে। পোষ্ট পেইডের ক্ষেত্রে বলতাছি, আগের ২ পেকেজ আর এখনকার ২ পেকেজ এর চেঞ্জ টা। আগে এফএনএফ ছিল "১৫টা" বা "২০টা" আর এখন "নাই" বা "১৫টা" ৫টাই কমায় দিছে আমার থিকা। এফএনএফ এ মেসেজ রেট ছিল ১০ পয়সা এখন ২৯ পয়সা আগে পালস ছিল "৫" সেকেন্ড আর ১ সেকেন্ড এখন ৫ সেকন্ড এ পালস সুপার বেনিফিট এ ২৫০ টাকা ডিস্কাউন্ট থাকত, এখন অইটা বাদ http://www.bd.airtel.com/package.php?cat_id=2 এই লিঙ্ক এ ক্লিকান। আগামীকাল আমার নিজের ১টা রেকরডিং দিমু। আমি ভারসেস ওয়ারিদ এক্সিকুটিভ , ৩/৪ দিন আগের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।