আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ-৬৯ রাতের গোসল, উষ্ণ পানির সুইমিংপুলে


কাজ শেষে অনেকেই রাতে গোসল করেন। ঘুমাতে যান ফ্রেশ হয়ে। সজীবতা নিয়ে, ঝরঝরে হয়ে। শীতকালে যেমন চাই আরামদায়ক গরম পানি। অনেকে সারা বছর ব্যবহার করেন উষ্ণ পানি।

অভ্যাস, শারীরিক অবস্হা, পারিবারিক রীতি, ডাক্তারের পরামর্শে। অনেকেই যান সুইমিংপুলে। যার যেখানে সুবিধা। সদস্যপদ অনুযায়ী, কিংবা বেড়াতে যেয়ে। পরিচ্ছন্ন সুইমিং পুল, য্ত্ন করে রক্ষনাবেক্ষন করতে হয়।

সাঁতার একটা খুবই ভাল ব্যায়াম। করতে চান, শিখতে চান অনেকে। না শিখে জীবন হারিয়েছে ছোট-বড় অনেক তাজা প্রান। বিদেশে থাকলেও আমাদের দেশে উষ্ণ পানির সুইমিংপুল বলতে গেলে হাতে গোনা। নীল আকাশের নীচে, চাঁদনী রাতে, ছাদে, এমন উষ্ণ পানির সুইমিংপুলে গোসল করতে কতই না ভালো লাগবে! বিশেষ করে যারা পানিতে বেশ কিছু সময় থাকা, বার বার গোসল করা পছন্দ করেন।

দেখে মনে হচ্ছে না, যাই, একটু ডুব দিয়ে, সাঁতার কেটে কেটে গোসলটা সেরে নেই!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।