আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের গোসল

আমি কোন পারদর্শী লেখক নই তাই সমষ্টিগত অনেক ভূল হতে পারে এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই । যাহোক , গল্পটা শুরু করি । আমি যে ঘরে থাকি সেই ঘর থেকে মসজিদ এর দূরত্ব ২৫-৩০গজ । মসজিদ এর টিউবওয়েলের পাশেইঅনেক পুরাতন একটি নারকেল গাছ । ঘরে শুয়ে থেকেই জানালা দিয়ে সেই গাছটি এবং টিউবওয়েল স্পষ্ট দেখা যায় ।

চৈত্রগরমের সময় রাত ০২:৩৫ মিঃ এ টিউবওয়েল ঠেলার চেচামেচি শব্দে ঘুম ভেঙ্গে যায় আমার । কিছুটা বিরক্তি মনে এতরাতে কে গোসল করে দেখার জন্য জানালা দিয়ে উকি দিলাম । দিয়ে যা দেখলাম তাতে চক্ষু ছানাবড়া হয়ে গেল । মাটি থেকে এক হাত উপরে ভাসমান একটি কুচকুচে কালো লোক কাপড় ধুচ্ছে । ভয়ে আমার শরীরের লোমগুলো খাঁড়া হলো ।

আমি মসজিদের বিদ্যুতের বাইরের আলোতে সব দেখছি । আর লোকটার দিকে নিঃশ্বব্দে অপলক চেয়ে আছি । দেখছি আর ভাবছি আজ আমার রক্ষা নেই । প্রায় মিনিট ৫ এক পর লোকটি এদিক ওদিক তাকিয়ে নারকেল গাছটার কাছে গিয়ে লিফ্ট এর মত শূণ্যে ভাসতে ভাসতে নারকেল গাছটি হাত দিয়ে না ধরেই তরতর করে উপরে উঠে গেল । আর আমি ভয়ে প্রাকতিক কাজটি বিছানাতেই সেরে ফেললাম ।

পরে বাকীরাত গায়ে মুখে কাঁথা দিয়েও ভয়ের চোটে ঘুমাতে পারিনি এবং জানালাও বন্ধ করতে পারিনি । ভাগ্যিস অগ্ঞান হয়নি । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।