আমাদের কথা খুঁজে নিন

   

জাদুর দেশে যাবে খুকী

আমি আমার আকাশে উড়ি সারাবেলা

খুকী এবার গোঁ ধরেছে খুব দেখবে সে যে জাদুর দেশের রুপ নেইকো পড়া,নেই পরিক্ষার চাপ সব কিছুতে প্রথম সে হয় ভুলগুলো সব মাপ। দুধ খাবে না,ভাত খাবে না মা হবে না রুষ্ট হরিলিস্ক আর চকো ছাড়াই হবে শরীর পুষ্ট। উলটে যাবে নাওয়া খাওয়া জাদুর দেশের জাদুর হাওয়া চাদেঁর বুড়ির চরকা ঘোড়া সুখি,নটুর গুলতি ছোড়া থাকবে জাদুর দেশে চশমা ছাড়া রইবে খুকী রাজকুমারী বেশে জলপরীটা বন্ধু হবে ফুলেল হাসি হেসে। হ্যাঁগো, খুকী এবার গোঁ ধরেছে খুব দেকবে সে যে জাদুর দেশের রুপ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।