আমাদের কথা খুঁজে নিন

   

শীঘ্রই ফিরছেন ইলিয়াস আলী!!!

আমি একজন পাটক ব্লগার

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী শীঘ্রই ফিরছেন। দলের নেতা-কর্মীদের এমন আশ্বাস দিয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, ধৈর্য ও শৃঙ্খলার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করুন। আপনাদের প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী আপনাদের মাঝে ফিরবেন এমন বিশ্বাস আমার আছে। তিনি মঙ্গলবার গ্রামের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তাঁর মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎযাপন করতে বিশ্বনাথে আসেন। এ খবর পেয়ে বিশ্বনাথ-বালগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে আসলে তিনি তাদের উদ্দেশ্যে একথা বলেন।

এসময় তারা ইলিয়াস আলীর বাড়িতে এসে তাঁর মা সূর্যবান বিবি ও স্ত্রী তাহসিনা রুশদী লুনার সাথে সাক্ষাৎ করেন। উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান জানান, বুধবার বাড়িটি ছিল লোকে লোকারণ্য। দল বেঁধে মানুষ তাঁর বাড়িতে আসছেন। এতে বেশিরভাগ লোকজন ছিল বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইলিয়াস সমর্থনকারী। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও ইলিয়াস সমর্থনকারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারদের নেতা আপনাদের মাঝে ফিরে আসবেন। ধৈর্য ধরে থাকার আহবান জানান। আপনারা মনোবল হারাবেন না। ধৈর্য ও শৃঙ্খলার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যান। ইনশাআল্লাহ আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী আবারো আপনাদের মাঝে ফিরে আসবেন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা জানান, ইলিয়াস আলী মাটি ও মানুষের নেতা। তিনি কোন দিন কারো ক্ষতি করেননি। তিনি সব সময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছেন। এই মানুষটিকে কেন গুম করা হলো ? এর উত্তর জনগণ জানতে চায়। আমরা ক্ষমতা প্রতিপত্তি কিছু চাই না।

যে কোন মূল্যে আমার স্বামী ও তাঁর গাড়ী চালক আনসার আলীকে অক্ষত এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে পেতে চাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, উনার প্রশাসন যন্ত্র, দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশের সকল বিবেকবান মানুষের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন, উনাদের ঐকান্তিক ও আন্তরিক প্রচেষ্টায় ইলিয়াস আলী এবং তাঁর গাড়ী চালক আনছার আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি। ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করছেন।

তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনও জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন। এখান থেকে নেওয়া Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.