আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথের কিছু আধ্যাত্মিক কবিতাংশ-আমার চোখে

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

"আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, "তুমি আপনি এসে দ্বার খুলে দাও ডাক তারে। । " 'এমন একান্ত করে চাওয়া এও সত্য যত- এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মত।

এ দুয়ের মাঝে তবু কোনখানে আছে কোন মিল; নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চতা হাসি মুখে এতকাল কিছুতে বইতে পারিত না। সব তার আলো কীটে-কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো। ' "নিজ্র্জন শয়ন-মাঝে কালি রাত্রিবেলা ভাবিতেছিলাম আমি বসিয়া একেলা গত জীবনের কত কথা, হেন ক্ষণে শুনিলাম তুমি কহিতেছ মোর মনে- ওরে মত্ত, ওরে মুগ্ধ, ওরে আত্মভোলা রেখেছিলি আপনার সব দ্বার খোলা; চঞ্চল এসংসারের যত ছায়ালোক, যত ভুল, যত ধুলি, যত দু:খ শোক, যত ভালোমন্দ, যত গীতগন্ধ লয়ে বিশ্ব পাশেছিল তোর অবাধ আলয়ে। সেই সাথে মোর মুক্ত বাতায়নে আমি অজ্ঞাতে অসংখ্য বার এসেছিনু নামি। দ্বার রূধি জপিতিশ যদি মোর নাম কোনৃ পথ দিয়ে তোর চিত্তে পশিতাম।

" "তিনি গেছেন যেথায় মাটি ভেঙ্গে করছে চাষা চাষ পাথর ভেঙ্গে করছে যেথায় পথ, খাটছে বারো মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলো তাঁহার লেগেছে দুই হাতে তাঁরি মতন শুচি বসন ছাড়ি আয়রে ধুলার পারে। মুক্তি? ওরে, মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে! আপনি প্রভু সৃষ্টিবাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখোরে ধ্যান, থাকবে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলা বালি, কম্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘম্ম পড়ুক ঝরে। "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।