আমাদের কথা খুঁজে নিন

   

Python Zen মানে পাইথন মন্ত্র

এই পথে আলো জ্বেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে
পাইথনের অসম্ভব সুন্দর ভুবনে স্বাগতম! পাইথন একটি প্রোগ্রামিং ভাষা। পাইথন শেখা সহজ। পাইথন মানুষের ভাষার কাছাকাছি। পাইথনের দর্শন হলো Zen of Python। পাইথন চালু করুন।

তারপর নিচের কোডটি লিখুন। >>>import this ফলাফল: Beautiful is better than ugly. Explicit is better than implicit. Simple is better than complex. Complex is better than complicated. Flat is better than nested. Sparse is better than dense.Readability counts. Special cases aren’t special enough to break the rules. Although practicality beats purity. Errors should never pass silently.Unless explicitly silenced. In the face of ambiguity, refuse the temptation to guess. There should be one– and preferably only one –obvious way to do it. Although that way may not be obvious at first unless you’re Dutch. Now is better than never. Although never is often better than *right* now. If the implementation is hard to explain, it’s a bad idea. If the implementation is easy to explain, it may be a good idea. Namespaces are one honking great idea — let’s do more of those! পাইথন মন্ত্রের একটি খসড়া অনুবাদ নিচে দিলাম। পাইথনিয়ারদের মতামত প্রয়োজন। নাহলে যদি এই অনুবাদে কোন ভুল থাকে, তার জন্য আমি দায়ী নই। পাইথন মন্ত্র সুন্দর কুৎসিতের চাইতে ভালো।

গুঢ়, অন্তর্হিতের চাইতে স্বচ্ছতা ভালো। যৌগিকের চাইতে সরল ভালো। আবার যৌগিক, জটিলের চাইতে ভালো। বিষয়গুলো প্যাচ খেয়ে থাকার চাইতে সমান ভাবে ছড়িয়ে থাকা ভালো। ছড়ানো নিশ্চয়ই ঘনীভূত হয়ে থাকার চাইতে ভালো।

সহজপাঠ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ম ভাঙ্গার জন্য বিশেষ ক্ষেত্রগুলো খুব একটা বিশেষ নয়। বাস্তবতা যদিও বিশুদ্ধতার উপরে। ভুলকে কখনোই নীরবে চলে যেতে দিতে নেই। যতক্ষণ না স্বচ্ছতা নীরব হয়ে যায়।

যখন একাধিক পথ সামনে থাকে, তখন অনুমান করার ইচ্ছাকে ত্যাগ করতে হয়। একটি, কেবলমাত্র একটি নিশ্চিত পথই রয়েছে। যদিও সমস্যাক্রান্ত অবস্থায় ঐ পথটি প্রথমে নিশ্চিত বলে মনে নাও হতে পারে। ‘কখনো না’-র চাইতে ‘এখন’ ভালো। যদিও ‘কখনো না’ অনেক সময়ে ‘এখনই’-র চাইতে ভালো।

যদি কার্যকারিতা বোঝানো সহজ না হয়, তাহলে বুদ্ধিটি খুব একটা ভালো না। আর যদি কার্যকারিতা বোঝানো সহজ হয়, তাহলে নিশ্চয়ই তা একটি ভালো বুদ্ধি। নেমস্পেস একটি চমৎকার বুদ্ধি! চলো, এটি নিয়ে আরো কিছু করা যাক নবীন পাইথনিয়ার -এ পূর্বপ্রকাশিত।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।