আমাদের কথা খুঁজে নিন

   

শুরু করি লিফলেট আন্দোলন-শাহবাগের ভুল নিয়ে সমালোচনা পরেও করতে পারবেন।লিফলেট এর টেক্স এবং লে আউট তৈরীর আহবান।

সত্য পথের অনুসন্ধানি আমরা কি ফেসবুকের গন্ডিতে শেয়ার করবো সব? এতেই কি অপপ্রচার বন্ধ হবে? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়াগায় ওরা যে ভাবে লিফলেট দিতেছে । আমার দেশ গংরা যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানে বাংলাদেশে অল্প নেট ব্যবহারকরীদের মধ্যে আমাদের সত্য তথ্য গুলা শেয়ার করে কতটা লাভ হয় সেটাতে আমার সন্দেহ হয়। আমাদের এখন শুরু করতে হবে লিফলেট অন্দোলন- লিফলেট করতে পারি –জামাত নেতাদের নেতাদের ছেলে মেয়েকে বাংলা ইংলিশ মাধ্যমে শিক্ষিত করা নিয়ে; লিফলেট করতে পারি মওদুধীর ধর্ম নিয়ে কটাক্ষ গুলা নিয়ে; লিফলেট করতে পারি গোলাম আযম গংদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী উক্তি সমগ্র নিয়ে ; আরো বিভিন্ন ভাবে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রজন্মের মুক্তিযুদ্ধকে মাস পিপলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা 2 তিন জন ব্লগারের কথা বলে বলে সমস্ত ব্লগারদেরকে নাস্তিক বানিয়ে ফেলছে। আমরা হাদিসের আলোকে বলতে পারি -যে মুসলমান একবারও কলেমা অথবা আল্লাহু আকবর বলেছে তাকে নাস্তিক বলা ইসলামে সম্পুর্ণ না জায়েজ- এই সমস্ত বিষয় গুলা আমাদেরকে আনাচে কানাছে ছড়িয়ে দিতে হবে ।

শাহবাগের মোড়ে এবং ফেসবুক ব্লগের সিমীত গন্ডিতে এটাকে রাখলে আন্দোলনকে শত্রুরা ভিন্নখাতে নিয়ে যাবে । তারাওতো বসে নেই ; 17 দিন ধরে তারা ভেবেছে এই আন্দোলনে কিভাবে কালিমা লেপন করা যায়। যেই ভাবা সেই কাজ। তারা নিয়ে এনেছে সেই পুরনো অস্ত্র। ধর্ম নিয়ে আঘাত করলেই বাংলাদেশে কেল্লাফতে।

লালসালুর মজিদেরা জানে “ঐ মিয়া দাড়ি কই” বললেই তরুনদের উদ্যোগ থেমে যায়। চুপসে যায়। আসুন এবার শুরু করি লিফলেট আন্দোলন- সেটা মেগা সিটিতে নয় ; সেটা ইউনিয়নে ,ইউনিয়নে। আমরা প্রত্যেকে এক হাজার করে লিফলেট করতে পারি; লিফলেটের কন্টেন্ট লে আউট বানিয়ে শেয়ার করতে পারি। আমি সময়ের অভাবে একটা ভালো লিফলেট বানাতে পারছি না।

কেউ আমাকে ভালো কন্টেন্ট সাজিয়ে দিলে আমি শুরু করবো। লিফলেট গুলা হতে হবে কম কথায় বেশী আবেদনের, অপপ্রচারের বিরুদ্ধে সত্য উচ্চারণ। পিসির সামনে বসে থাকার সময় নয় এখন। এখন সময় নয় শাহবাগ নিয়ে, তার সংশয় নিয়ে, তার ফল্ট নিয়ে সংশয়বাদীতা নিয়ে জ্ঞান জাহিরের। এ সব নিয়ে পরেও করা যাবে।

এই যুদ্ধে হারলে কেমন হবে ভাবুন? ওরা আসছে মরণ কামড় নিয়ে। আমরা শ্লোগান দিচ্ছি আর ওরা প্রেক্টিকেলী সেই জবাই শুরু করে দিয়েছে । সবচেয়ে দরকার জনমত তৈরী। তাদের অপপ্রচারে জনমতের যে নাড়া সেটাকে এখন সংহত হতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.