আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমদভগবদগীতাঃ গীতা পর্ব ১ - গীতার প্রশস্তি

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।

গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈঃ শাস্ত্রবিস্তরৈঃ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মবিনিঃসৃতা ১ সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ো হরিঃ সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময়ো মনুঃ ২ গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকারসংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে ৩ গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্রপুরাণানি তেনাধীতানি সর্বশঃ ৪ বঙ্গানুবাদ অন্যান্য শাস্ত্রাদি পাঠের কি প্রয়োজন ? গীতা সাক্ষাৎ পদ্মনাভ নারায়ণের মুখ হতে নিঃসৃতা। তাকেই উত্তমরূপে পাঠ করা উচিৎ। । ১ গীতা সর্বশাস্ত্রময়ী, হরি সর্বদেবস্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী সর্বদেবময়।

। ২ গ-কার যুক্ত গীতা, গঙ্গা, গায়ত্রী ও গোবিন্দ যাঁর হৃদয়ে অবস্থান করেন, তাঁর আর পুনর্জন্ম হয় না। । ৩ যিনি ভক্তিপূর্ণ হৃদয়ে গীতাপাঠ করেন, তিনি বেদ, পুরাণাদি সকল ধর্মশাস্ত্রের সারমর্ম অবহত হন। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।