আমাদের কথা খুঁজে নিন

   

Whisper of the Heart (1995) Mimi wo sumaseba (original title)



অনেক দিন ধরেই লিখি লিখি করছিলাম কিন্তু লেখা হচ্ছিল না। অনেক মুভি জমে গেছে লেখার জন্য। আজ লিখছি একটা জাপানিজ মুভি নিয়ে। সিযুকু(লিড ক্যারেকটার ফিমেল) একজন মিড্‌ল স্কুল স্টুডেন্ট, যে হাই স্কুল এনট্রান্স পরিক্ষা দিবে কিছুদিন পর,যদিও টেক্সট বই না পরে গল্পের বই পরতে ভালবাসে। এবং সেখান থেকেই গল্পের শুরু।

স্কুল এবং পাবলিক লাইব্রেরি থেকে বই নিয়ে পরতে গিয়ে মেয়েটা দেখে যত বই সে পরেছে সবই তার আগে আমাসাওয়া সেইযি নামের একজন লোক/ ছেলে পরেছে। এরই মাঝে সিযুক'র একটা ছেলের সাথে দেখা হয় যার আচরনে সে বিরক্ত হয়এবং কাকতালিয়ভাবে মুন নামের অদ্ভুত এক বিড়ালের পিছু নিতে গিয়ে আরো অদ্ভুত এক এ্যন্টিক শপে গিয়ে হাজির হয়। মুভির এই পর্যায়ে এসে মনে হতে পারে এটি একটি ফ্যান্টাসি মুভি। যাই হোক আবার স্টোরি তে ফিরি। পরবর্তিতে জানা যায় যে শপটি ওই ছেলের দাদার।

এরপর বিভিন্ন ঘটনার মাধ্যমে ছেলেটির সাথে বন্ধুত্ব হয় এবং জানতে পারে যে এই ছেলেটিই আমাসাওয়া সেইযি। ছেলেটির স্বপ্ন ভায়োলিন কারিগর শিল্পী হবার এবং এজন্য সে ইটালি যেতে চায়। ছেলেটা তার বাবার কাছ থেকে ২ মাসের জন্য ইটালিতে গিয়ে নিজেকে যাচাই করতে যাবার অনুমতি পেলে যাবার আগে সে মেয়েটির কাছে কনফেস করে যে সে মেয়েটিকে পছন্দ করে এবং বলে যে just to make her feel that he exists he wanted to put his name on the library card just before her name, so he started to read a lot of books. এত দিন মেয়েটা ভবিষ্যত নিয়ে কোন চিন্তা না করলেও এখন সে চায় ছেলেটার পাশে যেন সে যোগ্য সঙ্গী হতে পারে। সবার মাঝেই যে কিছু না কিছু প্রতিভা থাকে যা খুজে বের করে সঠিক চর্চা দরকার এই কথা মেয়েটাকে বোঝাতে সক্ষম হয় ছেলেটার দাদা(অদ্ভুত এ্যন্টিক শপের মালিক)। মেয়েটা এবার সিদ্ধান্ত নেয় সে গল্প লিখবে।

গল্পের স্টোরিতে দাদুর বিশেষ স্মৃতি বিজরিত পুতুল ব্যারন কে একটা ক্যারেকটার হিসেবে রাখে। মেয়েটার লেখা পুতুলের স্টোরির সাথে পুতুলটাকে ঘিরে দাদুর জীবনের স্মৃতির মিল দেখা যায় পরবর্তিতে। ২মাস পর ছেলেটা ফেরার পর পরস্পরের সাথে আজীবন থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে মুভি শেষ হয়। মুভির script, screenplay, cinematography and direction খুব ভাল,আর এই মুভিতে john denver এর গান "country road take me home' এর একটা প্যারোডি ভারশন আছে "concrete road' টাইটেল এ, যার লিরিক্স বেশ মজার। dialogue এর depth খুব ভাল।

মুভির কিছু দৃশ্য এবং ডায়ালগ খুবই সুন্দর, মন ছুয়ে যায়। যেমন সিযুকু যখন প্রথম ছেলেটার বাড়ির ভিতরে যায় বাড়ির লোকেশন দেখে মুগ্ধ হবার দৃশ্য,বৃষ্টি থামার পর ছেলেটা যখন ছাদে মেয়েটাকে প্রথম ভাললাগার কথা বলে,লাইব্রেরিতে ছেলেটা আসার দৃশ্য,মুভির শেষের দিকে মেয়েটাকে ফাইনাল প্রপোজের দৃশ্য,এমন আরো অনেক আছে। যারা এখনো এটি দেখেননি তাদের জন্য একটা অনুরোধ থাকবে আপনারা english dubbed version না দেখে original version with eng subtitle দেখবেন। আমেরিকান রা পুরা পচায়া ছাইরা দেয়,এরা কবে বুঝবে যে জাপানিজ anime বাচ্চাদের জিনিস না যে বাচ্চাদের voice এ dub করতে হবে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।