আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা র‌্যাংকিং এ বাংলাদেশের ৮ ধাপ অধঃপতন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

মাত্র কয়েক ঘন্টা পুর্বে আজ ১৫ তারিখ ফিফার র‌্যান্কিং আপডেট করা হয়েছে, এতে বাংলাদেশর অবস্থান ১৫১ থেকে ১৫৯ এ নেমে এসেছে। ফিফার রেকর্ড অনুযায়ী এযাবৎ কালের বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাংকিং ১১০- এপ্রিল ১৯৯৬। সর্বনিম্ন ১৮৩- জুন ২০০৮ সালে। বাংলাদেশর গড় র‌্যাং ১৪৯।

পার্শবর্তী পাকিস্থানের বর্তমান অবস্থান ১৭১ এবং ভারতের অবস্থান ১৪২। মজার বিষয় হলো ফিফার সর্বমোট কান্ট্রি হচ্ছে ২০৩। সেই হিসেবে আমাদের অন্চলের দেশগুলো নিচের দিক থেকে বেশ এগিয়ে। Click This Link । টপ টেনে ৪ পরিবর্তন এসেছে।

জার্মানি চলে এসেছে তিনে ব্রাজিলের জায়গায়, আড় ব্রাজিল চারে জার্মানির জায়গায়। আমার দ্বিতীয় হোম কান্ট্রি মিশর চলে এসেছে ৯ এ ক্রোয়েশিয়ার জায়গায় এবং ক্রোয়েশিয়া মিশরের জায়গায় ১০ এ। ১ স্পেন, ২ নেদারল্যান্ড। ৩ জার্মানি। ৪ ব্রাজিল।

৫ আর্জেন্টিনা। ৬ ইংল্যান্ড। ৭ উরুগুয়ে। ৮ পর্তুগাল। ৯ মিশর।

১০ ক্রোয়েশিয়া। এই হচ্ছে মোটামোটি খবর। ভাল লাগলে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.