আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে ২০১০ সালে সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রানের বিবেচনায় বাংলাদেশী ক্রিকেটারদের সংখ্যাই বেশী

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আজ ১৪ ই ডিসেম্বর পর্যন্ত ২০১০ সালের সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন সাকিব আল হাসান। ২৭ ম্যাচে তিনি নিয়েছেন ৪৬ টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর দিক থেকে সেরা পাচ বোলারের তিনজনই হচ্ছেন বাংলাদেশের বোলার। শফিউল এবং রাজ্জাক আছেন তৃতীয় ও পন্চম স্থানে। শফিউল ২৩ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন এবং রাজ্জাক ২২ ম্যাচে নিয়েছেন ২৯ টি উইকেট।

প্রথম পাচ জনের তালিকাটা অনেকটা এরকমঃ ১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ২৭ ম্যাচে ৪৬ টি উইকেট ২. হ্যারিস (অষ্ট্রেলিয়া) ১৬ ম্যাচে ৪০ উইকেট ৩. শফিউল ইসলাম (বাংলাদেশ) ২৩ ম্যাচে ৩২ উইকেট ৪. ব্রড (ইংল্যান্ড) ১৬ ম্যাচে ৩০ উইকেট ৫. আব্দুর রাজ্জাক (বাংলাদেশ) ২২ ম্যাচে ২৯ উইকেট ২০১০ সালে ব্যাক্তিগত সর্ব্বোচ্চ রানের তালিকায়ও বাংলাদেশের ক্রিকেটারদের নাম রয়েছে। প্রথম ১১ জনের মধ্যে পাচ নম্বর পজিশনে রয়েছেন ইমরুল কায়েস। নয় নম্বর পজিশনে সাকিব আল হাসান এবং ১১ নম্বর পজিশনে তামিম ইকবাল। ২০১০ সালে ব্যাক্তিগতো সব্বোর্চ্চ রানের অধিকারী হচ্ছেন দক্ষিন আফ্রিকার হাশিম আমলা। ১৫ ম্যাচে তিনি ৭৫.৫৭ গড়ে করেছেন ১০৫৮ রান।

৫. ইমরুল কায়েস (২৭ ম্যাচে ৮৬৭ রান, গড় ৩২.১১) ৯. সাকিব আল হাসান (২৭ ম্যাচে ৭৮৭ রান, গড় ৩২.৭৯) ১১. তামিম ইকবাল (২৩ ম্যাচে ৭৭৬ রান, গড় ৩৩.৭৩) সাকিব, শফিউল, রাজ্জাক, ইমরুল এবং তামিমকে অভিনন্দন। সুত্রঃ ইএসপিএনক্রিকইনফো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।