আমাদের কথা খুঁজে নিন

   

ইল্যান্স থেকে সরাসরি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার বিষয়ে সাহায্য

একা এই জীবন সমুদ্রে চলছি

আমার ইল্যান্স একাউন্টে কিছু টাকা জমছে। আগে আমি মানিবুকারস এর মাধ্যমে ট্রান্সফার করতাম। কিন্তু মানিবুকারস এ আমার একাউন্টকে Merchant Account এ কনভার্ট করে দিছে। আমার ৩.৯% ফি কাটে এখন । তাই ইল্যান্স থেকে আমি সরাসরি আমার ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার করতে চাই। এজন্য আমার কিছু সাহায্য প্রয়োজন। কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করলে আমার উপকার হয়- * আমার একাউন্ট ডাচবাংলা ব্যাঙ্কে। SWIFT CODE দেবার সময় কি ব্রাঞ্চ এর SWIFT CODE কোড দেবার প্রয়োজন আছে? যেমন- ডাচবাংলা ব্যাঙ্কের একটি শাখার SWIFT CODE হচ্ছে DBBLBDDH 101 আমার কি 101 দেয়ার দরকার আছে? নাকি শুধু DBBLBDDH দিলেই হবে? *BANK ADDRESS কি দিব? আমার একাউন্টের শাখার এড্রেস দিব নাকি ব্যাঙ্কের প্রধান শাখা? সমস্যা হল এই ফিল্ডটা কমা(,) সাপোর্ট করে না। কমা ছাড়া কেমনে বাংলাদেশি এড্রেস লিখব? *Purpose of Payment কি দিব? অপশন আছে- Contractor paymment,Wages,salary,Personal *Intermediary Bank কি এড করার দরকার আছে? থাকলে কি এড করব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.