আমাদের কথা খুঁজে নিন

   

লুফে নিন আপনার নোকিয়া সেটের জন্য ১১ টি Most Wanted এন্টিভাইরাস !!!


আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আমার এবারের টিউনের বিষয় হল- মোবাইলের এন্টিভাইরাস। আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে থাকি। এজন্য মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং আপনার প্রিয় ডিভাইসটির বারটা বাজাতে পারে। এছাড়া আরো অনেকভাবেই মোবাইলে ভাইরাস ঢুকতে পারে।

তাই আমার মতে সবারই মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ। আর একথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হলাম ১১ Most Popular এন্টিভাইরাস নিয়ে। আর কথা বারালাম না। নিচে সবগুলোর তালিকা দিয়ে দিলাম। যার যেটা দরকার ডাউনলোড করে নিন।

ইচ্ছা করলে সবগুলোই সংগ্রহে রেখে দিতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না !! ভাল কথা সবগুলোই .sis ফাইল। অর্থাৎ Nokia N70,N72,N90,6630,6600,6670,6680,3230,9210 ইত্যাদি সেটের জন্য প্রযোয্য। যেসকল অ্যান্টিভাইরাস আমি আপনাদের উপহার দিব- >>Kaspersky Antivirus FULL License >>Avira Antivirus >>Symantec Mobile Security >>Simworks AnitiVirus >>Norton Anti-Virus >>NetQin Mobile AntiVirus >>mACFE ANTIVIRUS >>F-Secure Mobile Anti-Virus >>Commander Antivirus >>BullGuard Antivirus >>BitDefender Antivirus সবগুলো আলাদা আলাদা ভাগ করা আছে। যার যেটা দরকার ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আর যারা জাভা সাপোর্টেড হ্যান্ডসেট ব্যবহার করেন, তারা ক্যাস্পারস্কি জাভা অ্যান্টিভাইরাস এখান থেকে ডাউনলোড করুন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.