আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপারটা শেয়ার না করলেই নয়-

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

যারা স্টারদের নিয়ে অনুষ্ঠান প্রমোট করেন, সেখানে একটি বিশেষ অংশ হলো মূল স্টারদের সাথে দর্শকদের মাঝ থেকে কিছু লোকদের অংশগ্রহণ। আয়োজকরা আগে থেকেই বাছাই করে রাখেন কারা দর্শকদের মাঝ থেকে অংশ নিয়ে থাকবেন এবং মূল অনুষ্ঠান শুরুর আগে স্বল্পপরিসরে একটু রিহার্সেল দেয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ডায়ালগ সাজানো হয়, যেখান থেকে মূল স্টার সাজানো ডায়লগের সূত্র ধরেই এমন কিছু বলনে যা উপস্থিত দর্শকদের আনন্দ দিতে পারে। সেভাবেই - প্রধানমন্ত্রীন নাতনি আসতে পারে, শাহরুখ এ সূত্র ধরে প্রধানমন্ত্রী সহ দেশবাসিকে শুভেচ্ছা জানাতে পারেন। আমরা সচরাচর পানি নিয়ে বলি, আমি একুট পানি খাই।

-- এ বিষয়টা নিয়ে হিন্দি ভাষাভাষীরা বেশ মজা করে। কেন আমরা সব কিছু খাই..। এখন ব্লগে যাকে নিয়ে টানা হেচড়া করছে তিনি এ প্রসংগটা সামনে আনার জন্য পানি খাওয়ার প্রসংগ এনেছিলেন। ঠিক তেমনি, হিন্দিতে "যাতাহে, যাতাহু ইত্যাদি শব্দগুলো পুরুষ আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়। যা প্রেমার ফিয়ান্সে বলেছিলো এবং শাহরুখ এ প্রসংগে মজা করেছিলেন।

মূল কথা হলো,, অনুষ্ঠানের সফলতার জন্য স্টেজে অংশগ্রহনকারি চরিত্রগুলো আগে থেকেই নির্ধারণ করা হয়। যাদের বেশীরভাগই আয়োজকরা নিজেদের মাঝে থেকেই বাছাই করে রাখেন। এবং অনেকটা বিশ্বাসযোগ্য হওয়ার জন্য ঐভাবেন সিলেক্ট করেন। মূলত দেশের বাইরে বিভিন্ন অুনষ্ঠান আয়োজনের অভিগ্গতায় ব্যাপারটা শুরু করলাম। একটু মনোযোগ দিলেই ব্যাপারটা বুঝতে কস্ট হওয়ার কথা না।

শাহুরুখ আমাদের সংস্কৃতির বারোটা বাজালেন কিনা, কিংবা উনার মাধ্যমে আমাদের ভাষার প্রতি ভালোবাসা লাটে ওঠলো কিনা- সেটা প্রসংগের বাইরে রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।