আমাদের কথা খুঁজে নিন

   

থামলে বালু লাগে

পানি খাই পানি!!!

অনেকদিন পর চ্যাট বহির্ভুত কোন কাজে কী বোর্ড ব্যবহার করে ভালই লাগছে। ইচ্ছা করছিলনা কিছু লিখি কিন্তু তারপর ও কিছু মানুষের কান্ডজ্ঞান এর বহর দেখে লিখতে বসলাম। পর সংবাদ এই যে বলিউড তারকা শাহরুখ খান নাকি এখন ঢাকায়। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে কেন তিনি এখানে ? কেনই বা বিজয়ের মাসে ভিণদেশি মডার্ন ড্যান্স হচ্ছে? আমার কথা হচ্ছে বিজয়ের মাসে কি একটা দেশের সাধারণ জীবন যাত্রা ও চলতে পারবেনা? সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করছেন আমেরিকান মিডিয়া কুঈন অপরাহ উইনফ্রে। তিনি মুলত অস্ট্রেলিয়ার কিছু বিশেষ বিশেষ জায়গা ভ্রমন করছেন।

আজ অপরাহ এর শফর সঙ্গি হয়েছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধাণ মন্ত্রি জুলিয়া গিলার্ড। এখানে কারো কোনো মাথা ব্যাথা নেই। সবাই আনন্দিত এই ভেবে যে একজন আন্তর্জাতিক তারকা এসেছেন অস্ট্রেলিয়াতে। দুটি ভিন্ন দেশ দুটি ভিন্ন চিত্র। শাহরুখ খান নাকি কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে!! অনেকেই মনে করেন যে অনেক বড় অন্যায় হয়ে গেছে আয়োজক কমিটির।

উশ্মা প্রকাশ করে কেউ কেউ বলছেন, বিজয়ের মাসে ভিনদেশি তারকাদের মডার্ন ডান্স নাকি আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে। কারো কারো মতে, আমাদের সংস্কৃতি বুঝি রসাতলে গেল এক শাহরুখ খান এর কারনে। অনেক ব্লগার তো বলেই ফেললেন, চোর বাটপার এর পুলাপান রাই নাকি শাহরুখ এর শো দেখতে যাবে। তাদের উদ্দেশে বলছি , “ফকিরনির পুলাপান কথা কম বলবি, যার টাকা আছে সে যাবে দেখতে তোর টাকা নাই তুই খাম্বা ধইরা খাড়াইয়া থাক নাইলে দূরে গিয়া মর”।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।