আমাদের কথা খুঁজে নিন

   

আপনার s40(জাভা সাপোর্টেড) Nokia মোবাইল হ্যাক করে কোন সফটওয়্যার ছাড়াই ফাইল লুকিয়ে ফেলার অভাবনীয় নিয়ম আবিষ্কার!!! ৩টি মোস্ট ওয়ান্টেড ট্রিক শুধু আপনার দেখার অপেক্ষায়!!!


ইদানিং যত 'মোবাইলীয়' টিপ্স/ট্রিক্স দেখি, তার প্রায় সবগুলোই সিম্বিয়ান অথবা .sis সাপোর্টেড মোবাইলের জন্য। সেক্ষেত্রে আমার মত যারা জাভা সাপোর্টেড মোবাইল ব্যবহার করে তাদের শুধু টিউন দেখা এবং দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোন উপায় থাকে না। তবে কি আমরা হাত-পা গুটিয়ে বসে থাকব? কিছুই কি করার নেই?? আমি বলব অবশ্যই আছে। শুধু আমার দেখানো নিচের ট্রিক্সগুলো Follow করুন। আশা করি, এরপর থেকে জাভা সাপোর্টেড সেট ব্যবহার করার হতাশা অনেকাংশে কেটে যাবে।

সবচেয়ে বড় কথা, এত গুরুত্তপূর্ণ কাজ করবেন, অথচ আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না!! তো..... আসুন শুরু করা যাকঃ- ১.সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন আপনার যেকোন ফোল্ডার/ফাইলঃ- হ্যা, গল্প নয়, সত্যি। এবার সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন যেকোন ফাইল/ফোল্ডার!! **প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান। **এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে) **এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন। **সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে।

(যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে। ) ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটি রীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার! খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা?? ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকু তুলে দিন।

তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুন শুধু Music নামে। ) আপনার মোবাইলের থিমের ভেতর গোপন ফাইল লুকিয়ে রাখুন!! কি বিশ্বাস হচ্ছে না?? হ্যা, আমি ঠিকই বলছি, এবার মোবাইলের থিমের ভেতর ফাইল লুকিয়ে রাখুন!! নিচে দেখুন, কিভাবে- **প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেই ফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে) **এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।

) লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!! এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিম মনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবে না। সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিম সাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার" দিয়ে দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য।

ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে। সফটওয়্যার ছাড়া আইকন বিহীন ফোল্ডার বানান এবারে আসুন সিরিয়াস ব্যাপার বাদ দিয়ে একটু মজা করি। একটি আইকন বিহীন ফোল্ডার বানিয়ে ফেলি। **একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন।

(যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb ) আমি আপাতত Nokia-3110c ব্যবহার করছি এবং উপরের সবগুলো ট্রিক এই সেটে পরীক্ষিত। অন্যান্য Nokia জাভা সাপোর্টেড সেটেও কাজ করবে। আর ট্রিক্সগুলো আপনার কাছে কেমন লাগল, জানাতে ভুলবেন না আশা করি এই টিউন আমার ব্লগে এবং টেকটিউনসে প্রকাশিত হয়েছে। লেখক আমি নিজে। তাই কপি-পেস্ট ভেবে বসবেন না।

এধরণের আরও ট্রিকস পেতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.