আমাদের কথা খুঁজে নিন

   

ইমেইলে এসএসসি ফলাফল নিবন্ধনের নিয়ম (ছবি সহ পোস্ট)



আগামী ১৫ মে প্রকাশিত হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বেশ কয়েকবছর ধরে সেলফোনের এসএমএস এবং শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হলেও এবারই প্রথমবারের মত ইমেইলের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। যেকোন পরীক্ষার্থী অনলাইনে নিজের রোল নাম্বার, নিবন্ধন নম্বর এবং ইমেইল অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করলে ফলাফল প্রকাশের সাথে সাথেই উক্ত পরীক্ষার্থীদের ফলাফল মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। শুধু গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ ই নয়, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সে ফলাফলও জানিয়ে দেয়া হবে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। নিবন্ধর করার জন্য প্রথমে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এডুকেশনবোর্ড.গভ.বিডি ঠিকানায় যেতে হবে।

এবার ওয়েবসাইটের মাঝের দিকে হাইলাইটস ট্যাবে প্লিজ রেজিস্টার ইওর ইমেইল অ্যাড্রেস লেখা লিংকে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে। নিচের ছবির মতো। ট্যাবে খালিঘরগুলোতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্টার লেখা বাটনে ক্লিক করুন। ওয়েবসাইটে আপনার ফলাফল নিবন্ধন সম্পর্কে একটি কনফার্মেশন পাবেন। এবার ফলাফল প্রকাশের সাথে সাথেই আপনাকে ইমেইলের মাধ্যমে ফলাফল জানাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।