আমাদের কথা খুঁজে নিন

   

তলস্তয়ের বোদলেয়ার বিচার

তলস্তয় তার অসামান্য বই শিল্প কী-এর দশম অধ্যায়ে বোদলেয়ারসহ অন্যান্য ফরাসি আধুনিক লেখকদের তুলাধূনা করেছেন, উড়িয়ে দিয়েছেন রীতিমত ফু দিয়ে। শিল্পচেতনার ক্ষেত্রে এসবের অনেক কিছু তিনি শুধু অস্বীকারই করেন নাই, মানবজাতির জন্য ক্ষতিকর দাবি করে এসবের বিচারও করেছেন। অন্যদিকে বোদলেয়ার যাকে বলা হয় রোমান্টিকদের কাছ থেকে তিনি কবিতাকে অন্যদিকে, মানে যেদিকে তখনো কবি ও কবিতা পাঠকদের দৃষ্টি যায় নাই, সেদিকে নিয়ে গিয়েছিলেন। কবিতার বাকফেরানোর নায়ক হিসাবে কাব্য জগতে প্রভূত সম্মানও পেয়ে থাকেন তিনি। জগতে হয়তো সর্বকালের পাঠ্য বইগুলোর মধ্যে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার F’leurs du Mal বা ক্লেদজ কুসুম। (পড়তে ক্লিক করুন)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।