আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে তোমাগো গুতাগুতিই শেষ হয় না আমাগো নিয়া আলোচনা করবা কখন?

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

জাতীয় সংসদে শিক্ষানীতি নিয়ে আলোচনাকালে মৃদু বাকযুদ্ধে জড়ালেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ ফজলুল করিম সেলিম। আলোচনার শুরুতেই সুরঞ্জিত সেনগুপ্ত শেখ সেলিমকে ইঙ্গিত করে বলেন, আমি যখন রাজনীতি শুরু করি তখন তিনি (শেখ সেলিম) পয়দাই হননি। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত শেখ সেলিম তাৎক্ষণিক প্রতিবাদ জানালে সুরঞ্জিত বলেন, আমি যখন জাতীয় রাজনীতি করি তখন ছাত্র রাজনীতিতে তার জন্ম হয়েছে। পরে আলোচনায় অংশ নিতে গিয়ে শেখ সেলিম সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে বলেন, আমার বয়স এখন ৬৫, আর তার (সুরঞ্জিত সেনগুপ্ত) ৬৭ বছর। তিনি আমার চেয়ে মাত্র ২ বছরের বড়।

এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। তবে আমি যখন আওয়ামী লীগের জাতীয় রাজনীতি করি, তখন তিনি কোথায় ছিলেন- তা আমি জানি না। পরে স্পিকার আব্দুল হামিদ এডভোকেট শেখ সেলিমের কাছে প্রশ্ন রেখে বলেন, আমরা প্রায় সবাই চুলে রং করে বয়স কমাতে চাই। তবে কেউ যদি আপনাকে স্টিল ইয়ং (এখনো তরুণ) বলতে চায়; তবে তা মেনে নেন না কেন? প্রতি মিনিটে আমাদের রক্ত ঘামানো হাজার হাজার টাকা খরচ করে এই হলো সংসদের আলোচনার বিষয়। আমাদের দেশে হাজারো সমস্যা।

সেদিকে খেয়াল নাই। খালি ব্যক্তিগত আক্রমনাত্বক আলোচনা। তাওতো বিরোধী দল সংসদে নাই। এই সকল কাঁদা ছুড়াছুড়ি না করে দেশের সমস্যা নিয়ে বলুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.