আমাদের কথা খুঁজে নিন

   

জারের ভেতর সুপারনোভা!

ভালো ..তবে কালো

সম্প্রতি ইউনিভার্সিটি অফ টরন্টো এবং রাটগার্স ইউনিভার্সিটির গবেষকরা পরীক্ষাগারেই সুপারনোভা তৈরি করতে পেরেছেন। জানা গেছে, গবেষকরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ছোটো আকারের এই নাক্ষত্রিক বিস্ফোরণ ঘটিয়েছেন জারের মধ্যেই। খবর সায়েন্স ডেইলির। গবেষকরা জানিয়েছেন, সুপারনোভা এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া আলোর উজ্জ্বলতা একটি সম্পূর্ণ গ্যালাক্সির উজ্জ্বলতাকেও ছাড়িয়ে যেতে পারে।

তবে, একটি নির্দিষ্ট ধরনের সুপারনোভার ক্ষেত্রে, সাদা বামন নক্ষত্রের মধ্যে থেকে বের হওয়া অগ্নিগোলক বিস্ফোরণের মাধ্যমেই শুরু হয় সুপারনোভা বিস্ফোরণ। এই অগ্নিগোলকটি এর চারপাশে ঘিরে থাকা অন্যান্য অংশের চেয়ে অনেক হালকা। তাই এই আগুনের গোলাটি চারপাশে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে দ্রুত উপরের দিকে উঠে যায়। ইউনিভার্সিটি অফ টরন্টোর গবেষক স্টিফেন মরিস জানিয়েছেন, নাক্ষত্রিক সুপারনোভা বিস্ফোরণের মতোই জারের মধ্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়েছে এবং একইরকম প্রভাব সৃষ্টি হয়েছে। স্বয়ংক্রিয় অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় এবং দ্রবণের যে ঘনত্ব পরিবর্তন হয় তাতে প্লবতা শক্তি তৈরি হয়।

এই প্রক্রিয়ার ফলে আরো বিক্রিয়া চলতে থাকে এবং বিস্ফোরক অবস্থার সৃষ্টি হয়। গবেষক মাইকেল রজার্স জানিয়েছেন, নাক্ষত্রিক বিস্ফোরণের ক্ষেত্রে নক্ষত্র অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া চলতে থাকে। বিক্রিয়ার ফলে সাদা বামন নক্ষত্র উত্তপ্ত হয়ে প্রসারিত হতে চেষ্টা করে। অন্যদিকে নক্ষত্রগুলোর নিজস্ব মহাকর্ষ বল এদের বহির্ভাগকে টেনে কেন্দ্রের দিকে নেয়ার চেষ্টা করে। কিন্তু নক্ষত্রের ভেতরে নিউক্লিয়ার ফিউশন চলার মত আর কোন জ্বালানি থাকে না তখন এটি প্রচণ্ড বেগে নিজের মহাকর্ষের টানে চুপষে যেতে থাকে ফলে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে এর বহিরাবরণের পদার্থগুলোকে বের করে দেয়।

এ বিস্ফোরণই সুপারনোভা। গবেষণার ফল প্রকাশিত হবে ফিজিক্স রিভিউ ই সাময়িকীতে। গবেষক মাইকেল রজার্স আরো জানিয়েছেন, পৃথিবী থেকে শত শত আলোকবর্ষ দূরে ঘটা কোনো সুপারনোভা প্রত্যক্ষ করা সম্ভব নয়। তাই গবেষণাগারে তৈরি এই সুপারনোভাই এই বিষয়ে গবেষণার পথ খুলে দেবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.