আমাদের কথা খুঁজে নিন

   

রবিবার কেন আসে ?

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি

আবার রবিবার এসে গেলো। সপ্তাহের এই দিন টা যে কি অসহ্য তা কেবল চাকুরীজীবি মানুষের পক্ষেই বোঝা সম্ভব। বৃহঃস্পতিবার অফিস শেষে দুদিন বন্ধের তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই রবিবার এসে হাজির হয়। আর এ দিন সকালেই ঘুমটাও যেনো জেকে বসে। শরীর টাকে ইচ্ছের বিরুদ্ধে টেনে হেঁচরে তুলতে হয়।

চোখের দু পাতা যেনো খুলতেই চায় না। অথচ আগের দুদিন চাইলেও ঘুমাতে পারি না। ৮ টা বাজতে না বাজতেই ঘুম বাবাজী হাওয়া। বিছানার এপাশ ওপাশ করি। ভেড়া গুনি ।

কিন্তু ঘুম আর আসে না। রবিবার এলেই মনে হয় কেন রবিবার আসে ? কত মানুষের কত ঘৃনা নিয়ে রবিবার টা শুরু হয়। ব্যাটা রবিবারের লজ্জা বলেও কিছু নাই। এক্কেবারে বাংলাদেশ এর পলিটেশিয়ানদের মত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।