আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার ম্বত্যু না শিক্ষকের



প্রেমিকা হত্যার উসকানি কোথেকে আসে শীর্ষক কলামে অধ্যাপক মোহিত আলম শেক্‌পিয়ারের বিখ্যাত ট্রাজেডি ওথেলো থেকে কিছু উপমা টানার চেষ্টা করেছেন এবং তা থেকে হয়তো শিক্ষা নিতেবলেছেন বাংলাদেশের তথা কথিত প্রেমিককুলকে। অধ্যাপকের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।কিন্ত বর্তমান হীন প্রেক্ষাপটে আই উইল কিল দ্য / অ্যান্ড আই উইল লাভ দ্য লেটার কথাগুলো ওথেলো নাটকে হয়তো চমতকার শোনায়। কিন্ত বাংলাদেশে যেসব যুবক ভালোবাসা বাসা কী তার সংঙ্গাই বোঝে না এবং তা জোর করে আদায় করে নেওয়ার জন্য কাপুরুষের মতো শিক্ষক বা কোনো পরিবারের উপার্জনশীল 'মা' কে পিশাচের মতো মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করে, তাদের মনে পাশ্চাত্যের ওথেলো কোনো দাগ কাটতে পারবে বলে আমার বিশ্বাস হয়না । তরুন সমাজ পাশ্চাত্যের পোশাকি কিছু ঢং ধারণ করে নিজেদের মিথ্যা নায়কোচিত করার চেষ্টায় ব্যস্ত। কিন্ত তারা এখনো সেই সত্যি কার অলস, বখাটে, বাউন্ডলে ছেলে বলে পরিচিতি সমাজের চোখে।পাশ্চাত্যের ১৮ বছরের ছেলে কখনোই ভাবতে পারেনা,তার বাবার টাকায় গাড়ি কিনে বা মোটরসাইকেল কিনি তা দিয়ে হিড়গিড়ি করবে। গাড়ি বা মোটরসাইকেল তাদের কাছে একটা প্রয়ো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.