আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ঈদটা আামার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ___ খুব আনন্দের।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আজকের ঈদটা আামার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ___ খুব আনন্দের। আমি আজ আমার একমাত্র ছেলে অনুপ্রাসকে নিয়ে প্রথমবারের মতোন ঈদের নামাজ আদায় করেছি।

এতদিন আমি আমার বাবার হাত ধরে ঈদগাহ মাঠে যেতাম। বাবা গত হয়েছে ৬ বছর আগে। সেই থেকে আমি একা ঈদের নামাজ আদায় করি। আজ সঙ্গী পেয়েছি। বাবাকে খুব করে মিস করলাম এবং ছেলেটি যখন আমার হাত ধরে ঈদগাহ মাঠে যাচ্ছে, আমার মনে হলো বাবার দেয়া অপির্ত দায়িত্ব গুলো পালনের জন্যই এই হাত বদল।

সবাকে ঈদের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।