আমাদের কথা খুঁজে নিন

   

রবার্ট ফ্রস্টের তুষার সন্ধ্যায়

সামুদ্রিক বিভ্রম

কোই চুলতো সাদা হয় নাই? বয়স বেড়ে দ্বিগুণ; রঙিন পানীর ক্ষুধা বেড়েছে আরো বেশীগুণ -রবার্ট ফ্রস্টের তুষার সন্ধ্যায় বসে বসে ভাবছি। জেলেদের গ্রামে বৃষ্টি হলে কৈ মাছেরা আনন্দ পায়। টিং টিং করে ডাঙায় উঠে আসে কোচের আঘাত উপেক্ষা করে- আগেই বলে রাখছি ওদের কারো কারো নাম জোবাইদা হয়ে গেলে আমি দায়ী থাকবো না। - আমি কোন প্রমিস করি নাই দাঁতের ডাক্তার মেয়ে পেশেন্টের প্রতি অধিক মনোযোগী হলে বাইরে আমরা ওয়েট করবো; আমাদেরও মনোযোগী হতে দাও মেঘনাভী, হে মৃদুস্বরা। জীবনে হল'না কিছুই; এতেই আমি খুশি। এর ব্যতিক্রম হলে ফেঁসে যেতাম, মাইলস টু মাইলস গো ... ওয়াজ'ন্ট ফর মি;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।