আমাদের কথা খুঁজে নিন

   

রবার্ট ফ্রস্টের কবিতা-২



বনের পাশে দাঁড়িয়ে, এক তুষারাচ্ছন্ন সন্ধায় -------------------------------------------------- মনে হয় জানি এ সবুজ বন কাহার ঐ ছোট্ট গ্রামে বাড়ি যে তাহার যদিও দেখিবে না হেথা দাঁড়িয়ে থেকে আমার দেখা তুষার ঢাকা তাহার বনভুমি। আমার ছোট্ট ঘোড়াটি অবাক হবে ভেবে আশেপাশে নেইযে ঘরবাড়ি, এখানে হঠাৎ থমকে যেতে দেখে। ওই গভীর অরণ্য আর হিমাবৃত হ্রদের আড়ালে বছরের কৃষ্ণতম সন্ধা যেন আরও গভীর হয়ে আসে। ঘোড়াটি তাহার ঘন্টিখানা বাজায় পাছে মোর হতেছে কি কোন ভূল? সরল বাতাস আশপাশটা শুধু কাঁপায় কেবল তুষার ঝরার শব্দ শোনে এ বন। কি গহীন, ঘন স্নিগ্ধ এ বন প্রতিজ্ঞা মোর রয়েছে যে আজও সাথী ‘ঘুমিয়ে পড়োনা’ জানায় এ মন চলার আছে যে এখনও অনেক পথ বাঁকি চলার আছে যে এখনও অনেক পথ বাঁকি। *** প্রিয় কবি Robert Frost এর ‘Stopping by woods on a snowy evening’ অবলম্বনে। কবিতা অনভিজ্ঞ আমি - যদি কেও পড়েন এ অনুবাদ, আমার এই দুঃসাহসকে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন-একান্ত অনুরোধ। মূল কবিতাটি অবশ্যই অসাধারন...অনবদ্য এবং যথারীতি runs the risk of being lost in translation.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।