আমাদের কথা খুঁজে নিন

   

ফটো পাগল জীবনের ১ম ক্যামেরা কিনতে চায়, জ্ঞানীদের সাজেশান চাই।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

সবার কাছেই জানতে চাই তবে, বিশেষ ভাবে ক্যামেরাম্যান,ত্রিভুজ এবং ব্লগের ব্লগিয় ফটোগ্রাফার দের কাছে প্রশ্ন। আর তাদের হাতে যেই সব মাল দেখলাম, (ক্যামেরা) তাতে তো আমার লজ্জাই লাগছে। তবে এটা আমার বিগেনিং, তাই বসেরা কিছু মনে লইয়েন না। টেকা কম।

যেদিন অনেক টেকা অইব,তখন বড়মাছ ধরব। আমার বাজেট ছিল ১০,০০০ টাকা। এতে W-320 পাব। সনি W -350 এর দাম বসুন্ধরায় আজ জানতে চাইলাম, ১২,৫০০ টাকা বলল। এবং W-370 এর দাম ১৫,৫০০ টাকা।

কিছু দাম বাড়ে তো কিছু ফিচার বাড়ে। তাই একটু বাড়ালাম। ১১,৫০০ টাকা। তবে ডিএস এল আর সম্ভব না এখন। কম্প‌্যাক্ট ই নিতে হবে।

এর দুইটার দাম দেশে কোথায় আরও কমে পাওয়া যেতে পারে। আর এই দামেই ক্যানন এর ভাল কোন মডেল আছে ??? ক্যানন নাকি নিজেরাই সেন্সর বানায়। আর সনি থার্ড পার্টি সেন্সর ব্যাবহার করে। এতে ক্যানন এর রেজাল্ট বা ছবি ভাল আসার কথা। ঘটনা কি ??? আর ফটোওয়াকে মোবাইল ক্যামেরা নিয়া আসতে লজ্জা লাগে।

যদিও ছবি তোলা তো যায়। মাসে ৪০০+ ছবি তুলি। যাই হোক ১১,৫০০ + খরচে (পছন্দ হলে ১৩০০০-১৪০০০) কি ক্যামেরা ভাল তাই বলেন। আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।