আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ফটো ব্লগ

প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!
অনলাইনে আমাদের স্বাধীনতার ফটো খুঁজতে যেয়ে এই ছবিগুলা পাওয়া। বেশিরভাগ ফটোই Christian Simonpietri ঢাকায় তোলা এবং প্রো-করবিস থেকে নেয়া। ফটো ক্যাপশন- ১- পাকসেনাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় নিহত শহীদ বুদ্ধিজীবীদের লাশ মিরপুর বধ্যভূমিতে (গত কয়েকদিন ধরে সবার প্রিয় জাফর ইকবাল স্যারের নামে স্বাধীনতা বিরোধীদের যুক্তিহীন পোস্টগুলা দেখে বুঝতে পারছি তখন কি ঘটেছিল, হায়রে রাজাকার-রাজাকার সন্তানেরা তোরা মানুষ হইলি না, জানোয়ারই রয়ে গেলি) ২- মৃত্যু ভয়ে ভীত গ্রাম বাংলার মানুষ চলে যাচ্ছে ভারতের শরর্নাথী ক্যাম্পে (যশোর রোড গানটার কথা মনে পড়ছে) ৩- জর্জ হ্যারিসনসহ বিটলসের করা সেই বিখ্যাত কনসার্ট "দ্য কনসার্ট ফর বাংলাদেশ" ৪- জয় বাংলা- প্রথম বিজয় দিবসের ফটো - স্হান ঢাকা ৫- ঢাকার রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা এক পাকি কুত্তার লাশ- ১৬ই ডিসেম্বর ১৯৭১ ৬- ঢাকার রাস্তায় মুক্তির আনন্দ - ১৬ই ডিসেম্বর ১৯৭১ ৭- শহীদের স্মরণে ঢাকার রাস্তায় মোনাজাতরত সর্বসাধারন ৮- মুক্তিযোদ্ধাদের হাতে ঢাকায় আটক রাজাকার-আলবদর বাহিনীর একাংশ ৯- মুক্তিযুদ্ধ যাদুঘর, সেগুনবাগিচা, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.