আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ফটো ব্লগ

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি
ভার্সিটি মাঠের গোলপোস্টের জালে আটকা পড়ছিলো এই কুকুরটা। সাহায্য করতে গিয়ে আমার এক ফ্রেন্ড হাতে কামড় খাইছিলো। অবশেষে জাল কেটে বের করতে হয়েছিলো। কুকুরটার আরেকটা ছবি। প্রথমে জ্যান্ত মনে করে ভয় পাইছিলাম।

পড়ে আবিষ্কার করলাম যে এটা মরা। গ্রামের বাড়ীতে,বড় চাচার বাগানে। ভাবতেছেন টিকটিকি আবার কিসের জন্য?! এটা আটা দিয়া বানানো,আমার ভাবী বানিয়েছেন। ছবিতে খুব একটা ভাল লাগতেছে না,তবে কাছ থেকে দেখলে অন্য রকম সুন্দর লাগছিলো। প্রকৃতি দিয়েই শেষ করি।

এটা জাফলং যাওয়ার পথে তোলা। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। পাহাড় আর মেঘ এখানে একসাথে জড়াজড়ি করে রয়। পুরাই আলতুফালতু একটা পোস্ট হয়া গেলো। একে তো প্রথম ছবি ব্লগ,তারউপর আমি ক্যামেরাম্যান হিসেবেও মারাত্নক।

তাই ছোটখাট ভুলভ্রান্তি সবাই মার্জনীয় দৃষ্টিতে দেখবেন আশা করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।