আমাদের কথা খুঁজে নিন

   

লেডিস ফার্স্ট ??

মুছে যাক গ্লানি,মুছে যাক জরা....

সত্যিই কি "লেডিস ফার্স্ট" হওয়াটা উচিৎ ?? আমরা কি ভালোভাবে ভেবে দেখেছি, লেডিস ফার্স্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে ?? আমি বিষয়টিকে দেখি এভাবে : মহিলাদের পক্ষে প্রথম হওয়াটা সম্ভব নয়।কারণ............ (কারণটা হলো সেই চিরাচরিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রসুত কিছু ধারণা)। তাই অনেকটা জোড় করে মহিলাদের প্রথম বানানোর চেষ্টা, আরকি । মহিলাদের প্রতি সম্মাণ দেখাতে গিয়ে আমরা কি মহিলাদের অসম্মাণটাই বেশি করে করছি না ? আমরা কেন এমনভাবি না যে, মহিলাদেরও সামর্থ আছে পুরুষের সাথে প্রতিযোগিতা করে তাকে পরাজিত করার ? আমরা আমাদের কথা দিয়ে মহিলাদের প্রথম বানিয়ে কজের মাধ্যমে তাদের প্রথম হওয়াতে কি নিরুৎসাহিত করছি না ? আমরা যখনি বলি, "মহিলাদের প্রতি সম্মাণ দেখানো উচিৎ" ঠিক তখনি কিন্তু আমরা মহিলাদের বুঝিয়ে দিচ্ছি যে, তারা তাদের প্রাপ্য সম্মাণটুকু আদায় করে নিতে পারছে না, তাই না ? আসলে আমাদের গোড়ায় রয়েছে গলদ । তাই আমরা এভাবে ভাবি না। তাহলে উপায় ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।