আমাদের কথা খুঁজে নিন

   

আজকের এইদিনে আশরাফুলকে জিম্বাবুয়ের মনে পরে

http://www.facebook.com/ruman125

শিরোনাম দেখে আশরাফুল ভক্তদের খারাপ লাগবে স্বাভাবিক কিন্তু এটা সত্য যে জিম্বাবুয়ের জয়ের পিছনে কিছুটা হলেও আশরাফুলের ভুমিকা ছিলো। ক্রিকেট ১১ জনের খেলা। সবার কন্ট্রিবিউশন সমান না হলেও মনের মিল থাকতে হয়। এটাকেই বলে টিম স্প্রিট। কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে যে টিম স্প্রিটের অভাব ছিলো এটা সাকিবের সাংবাদিক সম্মেলনেই বোঝা যায়।

দলের মধ্যে চাপা একটা উত্তেজনা বা ক্ষোভ ছিলো যার প্রতিফলন সাকিব বিস্ফোরন। তাই ছোট একটা টার্গেট তারা করতেই সব শেষ। নির্বচকদের প্রতিক্রিয়ার একজন জানিয়েছেন সাকিবরা তাদের ইচ্ছামত খেলতে পারবেনা তারা যেভাবে খেলতে বলবে সাকিবদের সেভাবে খেলতে হবে। আমার জানতে ইচ্ছা করে তিনি কেমন খেলতেন ?? আর নিজেদের উপর এত আত্মবিশ্বাস আছে যখন কেন তিনি নিজেই মাঠে নামেনা??? আজ আশরাফুল নেই টিমের অন্য চেহারা দেখা যাচ্ছে। এইমাত্র রাকিবুল ৫০ রান পুর্ন করলেন ৬ মেরে।

তাকে অভিন্দন। এখন তিনি বোলারদের ধুচ্ছেন। । একটু পরেই বাংলাদেশ জিতে যাবে। যাকে ছাড়াই আমাদের চলে তাকে নিয়ে কেন আমরা আমাদের সর্বনাশ করব?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।