আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানদের ব্যবহার কেমন হওয়া উচিত

আমি গর্ব করি--কারণ আমি মুসলিম। আমি গর্ব করি-- আমি রাসুল(স.) এর একজন উম্মত। আমি আমার বাবা-মা কে নিয়ে গর্ব করি। আমি গর্ব করি--কারণ আমি একজন বাঙগালী। ..... মদীনা মুনাওয়ারায় এক হাশেমী বংশীয় মহিলা বসবাস করতেন।

তাঁকে কিছু লোক কষ্ট দিতো। একদিন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর রওযা-ই-পাক এ হাযির হয়ে আরয করতে লাগলেন, '' হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম , সব লোক আমাকে কষ্ট দিচ্ছে। '' রওযা-ই-আনওয়ার থেকে আওয়াজ আসলো,''আমার সুন্দর আদর্শ কি তোমাদের সামনে নেই ? শত্রুরা আমাকে কষ্ট দিয়েছে। আর আমি ধৈর্য ধারণ করেছি। আমার মতো তুমিও ধৈর্য ধারণ করো!" ঐ মহিলা বলেছেন," আমি মনে খুব শান্তি পেলাম।

আর কিছুদিন পর আমার কষ্ট দাতারাও মরে গেছে। '' ( শাওয়াহিদুল হক ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.