আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী পালিত

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

এইচ.আই.ভি/এইডস্ রোগের কারণে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং এই রোগে আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে গণমানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। আজ বুধবার বিশ্ব এইডস্ দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শহর ও শহরতলীর জনবহুর স্থানসমূহে তথ্য সেবাকেন্দ্র বসে। “সবার জন্য সুযোগ ও মানবাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সকালে র‌্যালীটির উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হরিপদ রায়।

মৌলভীবাজার সড়কস্থ বাধন হিজরা সংঘ শ্রীমঙ্গল ডিআইসি’র উদ্যোগে আয়োজিত র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান রানধীর কুমার দেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থি থেকে আলোচনায় অংশ গ্রহণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান। অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি, বেসরকারি, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।

এছাড়া শহরের বৃহৎ জনবহুল এলাকা চৌমূহনা চত্তর, রেলওয়ে ষ্টেশন, গদার বাজার পয়েন্ট, শাহজী বাজারসহ বিভিন্ন স্থানে একাধিক তথ্যকেন্দ্র বসে। সেখান থেকে বিনামূল্যে এইডস্ বিষয়ক লিফলেট, কনডম ও টি-শার্ট বিতরণ করা হয়। দিনব্যাপী এসব তথ্যকেন্দ্রে প্রায় শহস্রাধিক ব্যাক্তির মাধে এ সেবা প্রদান করা হয়। বাধন হিজরা সংঘের ডিআইসি ম্যানেজার হাসান মাহমুদ রাসেল জানান, হিজরা জনগোষ্ঠীর আচার-ব্যবহার পরিবর্তন, ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সামাজিক, পারিবারিক, রাষ্ট্রিয়, আইনগত অধিকার প্রতিষ্ঠা এবং এইচ.আই.ভি/এইডস্ প্রতিরোধের জন্য এ সংগঠন ২০০৩ সাল থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কাজ করে আসছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.