আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীপুর

আমি কিছু বলছিনা। তার মানে এইনা আমার কিছু বলার নেই।

শুনেছি- তুমি এ শহর ছেড়ে চলে গ্যাছো এ শহরের বাতাস মাটির গন্ধ, ধুলিময় রাজপথ বিষন্ন দালানের সারি কিংবা হুড তোলা রিক্সা তোমার আর ভালো লাগছেনা। জেনেছি- তুমি শ্রীপুরেও যাওনি আহ! আমার কবিতার শ্রীপুর।। যেখানে রৌদ্রগন্ধহীন আদুরে দেয়াল কার্নিশে বাবুইয়ের ঝাঁক পার্কের প্রতিটি গাছে শালিখের গল্পের আসর। ভেবেছি- তুমিহীন এ শহরে, আমিও থাকবোনা আমি চলে যাব আমার শ্রীপুরে- তোমার জন্য গড়ে দেব স্মৃতির মিনার। কোন এক পূর্ণিমায়; ইচ্ছে হলে ফিরে এসো- ঘাসের গালিচা বিছানো- সুকোমল জোছনাভাসানী রাজপথে- হাঁটবো আমি আর তুমি।। ০১ ডিসেম্বর ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।