আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলবার শ্রীপুর পৌরসভার মনোনয়নপত্র জমার শেষ দিন

একাধিক প্রার্থী থাকায় সোমবার বিএনপি ভোটাভুটির মাধ্যমে মেয়র পদে তাদের সমর্থিত প্রার্থীর নাম ঠিক করেছে।
আগামী ৮ অগাস্টের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করবেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শহীদ।
বিকালে জেলা বিএনপি কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে শহীদুল্লাহ শহীদ থানা কমিটির সদস্য আব্দুল মোতালেবকে পরাজিত করে দলীয় সমর্থন নিশ্চিত করেন বলে জানান জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাজহারুল আলম।
এ সময় সেখানে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র অধ্যাপক এম এ মান্নান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মো. হুমায়ুন কবির খান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহরাব উদ্দিন, সাখাওয়াত হোসেন সবুজ উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) মো. আফতাব উদ্দিন দলীয় সমর্থন পেয়েছেন।


২০০০ সালে শ্রীপুর ৯৭ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভা গঠিত হয়। ৯টি ওয়ার্ডের এ পৌরসভার ভোটার সংখ্যা ৫৫ হাজার ১১৫। এটি পৌরসভার তৃতীয় নির্বাচন।
পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের আনিছুর রহমান মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাছানুজ্জামান জানান, ৩১ জুলাই এ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।
মনোনয়পত্র বাছাই হবে ১৪ অগাস্ট। মনোনয়নপত্র প্রত্যাহার ২২ অগাস্ট এবং ২৩ অগাস্ট প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।