আমাদের কথা খুঁজে নিন

   

জলের টান

আহমদ ময়েজ

মৌসুমী ভৌমিক─অচেনা পথ, বড় ভয়। পুড়ে দেয় পাখির পালক রাতের আঁধার পথ উজাড় করে মৌসুমী-দিন হেঁটে যায়। বুনোট তোলারাইয়া তাল-তাল সুর ঢেলে দাও অশ্বত্থবৃক্ষের মায়ামন্ত্র-মধুপুর ফিরিয়ে নেবো না আর গতজনমের যতো ঋণ। এ-পান্থপথিক রাখে দিবালোক-থেকে সব ঢাকি যেদিন তোমার ঘোরে বেজেছিল সর্বনাশা গীত সেই হতে রূপিত হলো কথক ধ্বনির-পিরীত; আর ওঠে আসে ফোলাম-পান্থে এক বন্ধন-রাখি। কখন চলে যাবো─রাত্রিকে শুনিয়ে শপথ গাঁথি কংশের স্রোত ম্লান হয়ে বয়ে যায় বহু দূর। আকণ্ঠ পান করি অমৃত সুধা। জলের নুপূর হয়ে জেগে থাকো, দূর সমুদ্রগামী দিগর-বাতি। এ-কোন উশাষে ভাসায় তন্দ্রামাখা রাত্রির ঘ্রাণ অতল প্রহরে জাগে সংজ্ঞাহীন জলের টান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।