আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের মালকিন থাকেন স্পেনে!

চলছে গাড়ি যাত্রাবাড়ি।

সম্প্রতি স্পেনের এক নারী সূর্যকে তার নিজের সম্পত্তি বলে দাবি করেছেন। এ জন্য তিনি স্থানীয় নোটারি পাবলিক অফিসে সূর্যকে নিজের সম্পত্তি হিসেবে রেজিস্ট্রিও করছেন। খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সূর্যকে নিজের ব্যক্তিগত সম্প্রতি হিসেবে দাবি করা এই নারীর নাম অ্যাঞ্জেলেস ডুরান।

৪৯ বছর বয়সী এই নারী বাস করেন স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের সালভাতেরা দো মিনো শহরে। অ্যাঞ্জেলেস ডুরান-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক নাগরিক চাঁদসহ সৌরজগতের বেশির ভাগ গ্রহ-উপগ্রহের মালিকানা রেজিস্ট্রি করেছেন একথা জানতে পেরেই তিনি সূর্যকে নিজের সম্পত্তি করার জন্য উদ্যোগ নেন। এবং নোটারি পাবলিক থেকে এই মালিকানা পেয়েও গেছেন তিনি। নোটারি পাবলিকের প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, 'ডুরানকে পৃথিবী থেকে প্রায় ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার দূরে অবস্থিত সূর্য নামক নক্ষত্রের মালিক ঘোষণা করা হলো। ' জানা গেছে, নক্ষত্র বা গ্রহের মালিকানার বিষয়ে আন্তর্জাতিক একটি চুক্তি আছে।

চুক্তি অনুসারে, কোনো দেশ গ্রহ বা নক্ষত্রের মালিকানা দাবি করতে পারবে না। কিন্তু একজন ব্যক্তির এসবের মালিক হওয়া না হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি এ চুক্তিতে। আর এই সুযোগটিই নিয়েছেন অ্যাঞ্জেলেস ডুরান। ডুরান জানিয়েছেন, আমি সূর্যের মালিকানা দাবি না করলে অন্য কেউ তা করতো। তাই অন্য সবার আগেই আমি সূর্যের মালিকানা দাবি করেছি।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডুরান্ট তার নিজস্ব সম্পত্তি সূর্য থেকে আয় বাড়ানোর পরিকল্পনাও করেছেন। আর এই আয় তিনি মানব কল্যাণে ব্যায় করবেন বলেও জানা গেছে। - খবর বিডি নিউজ ২৪


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।