আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়নের দাবীতে শফিকুর রহমান চৌধুরী এম.পির নিকট মুক্তিযোদ্ধার প্রজন্ম'র স্মারকলিপি

নাজমুল ইসলাম মকবুল

মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়নের দাবীতে শফিকুর রহমান চৌধুরী এম.পির নিকট মুক্তিযোদ্ধার প্রজন্ম'র স্মারকলিপি সারাদেশের প্রতিটি উপজেলা সদরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়নের দাবী জাতীয় সংসদে উত্থাপন ও বিশ্বনাথ উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের নামফলক নির্মাণের দাবীতে ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম'র উদ্যোগে গত শুক্রবার সকাল ১০ টায় সিলেট-২ বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় মুক্তিযোদ্ধার প্রজন্ম'র সভাপতি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য ফারুক আহমদ খান (মনি) নামফলক বাস্তবায়নের দাবী প্রসঙ্গে তাদের দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে বক্তব্য রাখেন। দাবীর প্রতি একাত্বতা পোষন করে কর্মসূচীতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব সুনু মিয়া, সদস্য সচিব শেখ মনির মিয়া, মাসিক আল-ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি স্বপন দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, টেমস বাসিয়ার সহ. সম্পাদক সালেহ আহমদ সুমন প্রমূখ। সারাদেশের প্রতিটি উপজেলা সদরের দর্শনীয় স্থানে প্রতিটি উপজেলার গর্বিত বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়নের দাবী জাতীয় সংসদে উত্থাপনের দাবী জানানোর পাশাপাশি স্মারকলিপিতে উল্লেখ করা হয় বৃহত্তর সিলেটের মধ্যে বিশ্বনাথ উপজেলার সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য এবং সুনাম সুখ্যাতি রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্য্যায়ে। ৭১এর মহান মুক্তিযুদ্ধে এ উপজেলার মুক্তিকামী বীর জনতার গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল।

এমনকি মহান স্বাধীনতাযুদ্ধে এ উপজেলার অধিবাসী বীর সন্তান শহীদ সুলেমান শহীদ এনামসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রিয় মাতৃভুমিকে পাক হানাদারমুক্ত করতে পরিবার পরিজন তথা নিজের প্রাণের মায়া বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে দেশের জন্য অস্ত্র হাতে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এ উপজেলার অনেক বীর সন্তান। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৩৮ বছর অতিক্রান্ত হলেও বিশেষ বিশেষ দিবসে লোক দেখানো দায়সারাগোছের সম্বর্ধনা ও যৎসামান্য ভাতা প্রদান ছাড়া জাতির শ্রেষ্ঠ এ বীর সন্তানদের যথাযথ মুল্যায়নে আজও কার্যকর কোন পদপে নেয়া হয়নি। বর্তমান প্রজন্মের অনেকেই আমাদের ৭১এর মহান বীর যোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান ও তাদের পরিচিতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্মের কাছে একদিন হয়তো আমাদের বীর সন্তানদের গৌরবময় ভূমিকা কালের অতল গর্ভে হারিয়ে যেতে পারে।

তাই বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির শ্রেষ্ট সন্তানদের গৌরবময় পরিচিতি তুলে ধরার নিমিত্তে বিশ্বনাথ উপজেলা সদরের সম্মুখে দর্শনীয় স্থানে উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্থায়ী ফলক নির্মাণ করা আবশ্যক। স্মারকলিপিতে অবিলম্বে প্রয়োজনীয় পদপে নেওয়ার পাশাপাশি জনসাধারণের লালিত আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্থায়ী ফলক নির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপরে নিকট জোর দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে ‘‘মুক্তিযোদ্ধার প্রজন্ম’’র সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল বলেন দীর্ঘদিন যাবত আমরা এ ন্যায্য দাবীটি উত্থাপন করে আসলেও প্রতিশ্র“তি দেয়া সত্ত্বেও তা বাস্তবায়ন না হওয়ায় স্বাধীনতাপ্রিয় জনগনের পুঞ্জিভুত ােভ দিন দিন বাড়ছে। আমরা আশা করব বর্তমান মুক্তিযোদ্ধের পরে সরকার এ দাবীটি দ্রুত বাস্তবায়ন করে ৭১ এর মহান বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় পরিচিতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরে ইতিহাস সৃষ্টি করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.