আমাদের কথা খুঁজে নিন

   

ডাস্টবিনের কাক এখন রাস্তার পোলে তারের জটলায় ঘুমায়...

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

স্বপ্ন বিলাসী, তাই চোখে স্বপ্নাঞ্জন লেগেই থাকে। যে স্বপ্নে শুধু ভবিষ্যতের কথা থাকে না। বন্ধুরা ঘুমাতে গেলাম। ভাগ বসাতে এসো।

যদি ঘুম না আসে, যদি ভাগ বসাতে মন না চায়, ইচ্ছের তারাগুলো একে একে কুয়াশার চাদরে একটু একটু মলিন হয়ে পড়ে, তবে গুন গুন করে সুর ভাজো। দুটো অতীতের কথা ভাবো। সবচেয়ে ভাল হয় কিছুই না ভেবে ফ্যাল ফ্যাল করে কাল আকাশটার দিকে আনমনে চেয়ে থাকা। কানের পাশে আলতো ঠান্ডা বাতাস, দূরের কোন রাস্তায় মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। হ্যাঁ সবই থাকরে, তবু সব কিছুর কাছে মুক্তি, এতোটুকু সময়ের জন্যে, শুনশান নিরবতা।

তারপর ছোট্ট একটা হাম নি:শ্বাস। যা হোক বন্ধুরা, সারাদিন ডাস্টবিন ঘাটা যে পাতি কাক, সে কাকও এখন রাস্তার পোলে তারের জটলায় নিজ বাসায় ঘুমায়... আর আমি? আমার চোখে এত্তো এত্তো স্বপ্ন। সুউউউ....উউ. উ কাউকে বলা যাবে না। সিকরেট..... মাইন্ড করলেন? আচ্ছা দাঁড়ান, জাস্ট ওয়ান মিনিট। সিগারেটটা ধরিয়ে নেই.....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.