আমাদের কথা খুঁজে নিন

   

সকলরে জন্য বড়ই সুখরে হয় পারবিারকিও রাষ্ট্রীয় জীবন।

জীবন আর চলে না। আমাদের বস্তির অস্বাস্থ্য—কর জীবন,ফুটপাতের অস্বাস্থ্য—কর জীবন আরো ও কত যুগ পার করতে হবে ! গভীর খোভ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আরজি করছি কোন উপায়ে মাত্র ২টি ভোটের বাক্স বানানো যায় কি ! সমস্ত ধনীদের জন্য একটি বাক্স এবং সম্স্ত গরীবদের জন্য একটি বাক্স। যত ধনী সম্পদশালী ব্যাক্তি তারা ভোট দেবে ধনীদের বাক্সে। যত গরীব দুখী আছে তারা ভোট দেবে গরীবদের বাক্সে। যে বাক্সে বেশী ভোট পড়বে তারা আমাদের দেশে যত রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন আছে সকল রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন নিয়ে একটি মাত্র দল গঠন করে দেশ চালাবে।

আসুন সকলে একমত হই সকলে মিলে বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করি। ধনী সম্পদশালী ব্যাক্তির্দে আরাম আয়েশ কমবে না,অপচয় কমিয়ে দেশের সকল শিশুর জন্য আর্ন্তজাতিক মানের জাতীয় পাঠ্যপু¯তক শিক্শাক্রম ইংরেজী ও বাংলা শিক্শা, নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবনের ব্যবস্থা বাস্তবায়ন করা যায়। ত্যাগী হতে হবে দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধির। দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধির মুলমন্ত্র হবে আমরা দেশ সেবা করবো, একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হবো না। অতিরিক্ত সম্পদ দিয়ে দেশের সকল নাগরিকের ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে এরকম ব্যবস্থা বাস্তবায়ন করবো।

ধার্মিক সকলে,আচার ,পালন কমবেশী হয়। ভিন্ন ভিন্ন ধর্মীয় মুল্যবোধে এখনও সকল পরিবার নিয়ম প্রথায় চলে। ধর্মীয় মুল্যবোধে পারিবারিক জীবন আর দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত রাষ্ট্রীয় জীবন । সকলের জন্য বড়ই সুখের হয় পারিবারিকও রাষ্ট্রীয় জীবন। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।