আমাদের কথা খুঁজে নিন

   

সাকা দীর্ঘজীবি হোক!!!! যুক্তিগুলো শোনার মতো

অস্থির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, যে সংসদের বিরোধীদলীয় নেতাকে জাতীয় পতাকাবাহী গাড়িসহ তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তা জাতির কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ সংসদ আর সংসদ নেই। এখন মুদ্রাকরে পরিণত হয়েছে। তিনি বলেন, সরকারি দলের এমপিরাই তো সংসদে যেতে চান না। তাঁরা এখন মুদ্রাকরের ভূমিকা পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার সালাহউদ্দিন কাদের চৌধুরী তাঁর ধানমণ্ডির বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সাকা চৌধুরী বলেন, 'গত ১৩ নভেম্বর সেনানিবাসের বাড়ি থেকে শুধু বিরোধীদলীয় নেতাকেই বের করে দেওয়া হয়নি, জাতীয় পতাকারও অবমাননা করা হয়েছে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা রক্ষায় নিয়োজিত। তারা জাতীয় পতাকা ছিঁড়ে টেনেহিঁচড়ে কাউকে বের করে দিতে পারে_এটা আমি বিশ্বাস করি না। সেনাবাহিনীকে বিতর্কিত করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির সম্মুখীন করা হয়েছে।

আমাদের আশংঙ্কা, যারা বিডিআর ঘটনার সময় সেনাবাহিনীকে সেখানে যেতে দেয়নি, তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে খালেদা জিয়ার স্থায়ী ঠিকানা সংসদের গেজেটে এখনো ৬ শহীদ মইনুল রোড। ক্যাবিনেট ডিভিশনেও এখনো বিরোধী দলের নেতার বাসভবনের ঠিকানা ৬ শহীদ মইনুল রোড। সেগুলো এখনো মুছে ফেলা হয়নি। ' বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলেও কোনো সমস্যা হবে না_আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সাকা চৌধুরী বলেন, 'একদলীয় সংসদ কোনো দিনই মেয়াদ পূর্ণ করতে পারেনি।

তাঁরা হয়তো ভাবছেন, একদলীয় সংসদ করলে চাচার (বঙ্গবন্ধু) স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। তাঁরা এ রকম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা কিভাবে বলেন, জানি না। আর সংসদ থেকে পদত্যাগের বিষয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে। এটা তো বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকেই পেয়েছি। নজির তো আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) অতীতে রেখে গেছেন।

'৯৫ সালে তাঁর নেতৃত্বেই পদত্যাগের কালচার রচিত হয়। ' বিরোধী দল পদত্যাগ করলে সংসদ গুরুত্বহীন হয়ে যাবে জানিয়ে সালাহউদ্দিন কাদের বলেন, দেশে একদলীয় সংসদ কখনো মেয়াদ পূর্ণ করতে পারেনি। প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। সংসদ একদলীয় হলে তার টাইম বাউন্ড হয়ে যায়। উপনির্বাচন হলেই সংসদ একদলীয় হয়ে যাবে।

আর ওই রকম সংসদের ভবিষ্যৎ কী হবে, তার নজির নিকট অতীতে অনেক রয়েছে। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে আবারও এক-এগারোর মতো ঘটনা ঘটতে পারে_আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, 'উনি তো ওয়ান-ইলেভেনের প্রডাক্ট। ১/১১ না আসলে উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারতেন না। তাই উনি যখন ডাইরেক্ট এমন কথা বলেন, তা খুব দায়িত্ব সহকারে বলেন বলে মনে হয়। ' যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, 'পেট কষা হলে, ট্রাফিক জ্যাম হলে, চালের কেজি ৪০ টাকা হলে, উৎপাদন কম হলে, বিনিয়োগ না হলে বলা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি বলে এসব হচ্ছে।

এ গান বন্ধ করুন, এটি বাজার পাচ্ছে না। মানুষের কল্যাণের কথা ভাবুন। রেডিমেড ডায়ালগ জাতি আর শুনতে চায় না। ' সংসদ থেকে পদত্যাগের সম্ভাব্য কারণ দেখিয়ে সাকা চৌধুরী বলেন, 'আজকের পত্রিকায় দেখলাম, আইনমন্ত্রী বলেছেন, সংশোধিত সংবিধান পুনর্মুদ্রণের কাজ ডিসেম্বরে শুরু হচ্ছে। সংবিধানের ৬৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের দায়িত্ব সংসদের।

তাহলে দাঁড়ালোটা কী? সংসদের অনুমোদন কিংবা সংশোধন ছাড়া সংবিধান সংশোধিত হয়ে পুনর্মুদ্রণ হচ্ছে। এ রকম অবস্থা অস্বাভাবিক। অস্বাভাবিক জন্ম যেমন অস্বাভাবিক মৃত্যুর সূচনা করে, এটাও নতুন কথা নয়। সাপ হয়ে যারা দংশন করে, আজ তারা ওঝা হয়ে ঝাড়ছে। সরকারের মন্ত্রীরা যেভাবে বয়ান দিচ্ছেন, তাতে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি।

' সংসদে আর ফিরবেন কি না_জানতে চাওয়া হলে সংসদ সদস্য সালাহউদ্দিন বলেন, '৯০ দিন অনুপস্থিতির বাধ্যবাধকতায় আমি আর ৪৬ দিন না গেলে এ প্রশ্নটা হবে অবান্তর। যেভাবে আমার কাঁথা-বালিশ নিয়ে গেছে, সেখানে সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না। ' খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভূমিকার কঠোর সমালোচনা করে সালাহউদ্দিন কাদের বলেন, 'এখন বলা হচ্ছে, বেগম জিয়া ১৬৫ কাঠার জমি নিয়ে বসবাস করেন। আমি জানতে চাই, রাজশাহী বিভাগীয় কমিশনারের বাসভবন, বর্তমান সেনাপ্রধানের বাসভবন, রাজউক চেয়ারম্যানের বাসভবন কত কাঠা জমির ওপর। ' সাকা চৌধুরী বলেন, 'আইএসপিআর বিরোধীদলীয় নেতাকে ধমক দেয়, তাঁর (খালেদা জিয়ার) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উনি (খালেদা) নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ' বিএনপি আবার ক্ষমতায় গেলে আইএসপিআরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'কোলের বাচ্চা প্রশ্রাব-পায়খানা করলে আমরা কাপড় বদলে দেই, কিন্তু বাচ্চাকে ফেলে দেই না। ' সেনানিবাসের বাড়ি নিয়ে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল হারুন অর রশীদের সংবাদ সম্মেলনের দিকে ইঙ্গিত করে সাকা চৌধুরী বলেন, 'কেবল তাই নয়, ডেট এঙ্পায়ার হয়ে গেছে, এমন কর্মকর্তাদের নিয়ে নেত্রীর বিরুদ্ধে কথা বলাচ্ছেন। আবার সাংবাদিকদের পকেটে প্যাকেট সরবরাহ করছেন, এটা দুর্ভাগ্যজনক। ' দেশের বর্তমান অবস্থাকে সংকটজনক মন্তব্য করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ জন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে।

রাজনীতিবিদরা ভবিষ্যতে যাতে বিপদগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তারদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সমিতি আছে, কিন্তু রাজনীতিবিদদের স্বার্থ রক্ষায় কোনো সমিতি নেই। তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে : রিজভী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিডিয়া বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, তারেক রহমান অসুস্থ।

তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ পরিবেশন করা হচ্ছে তা সম্পূর্ণ তথ্যহীন ও ভিত্তিহীন। তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Airline&pub_no=351&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=4


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।