আমাদের কথা খুঁজে নিন

   

জাস্টিন বিবারের-১৬ বছর বয়সী এক সফল বালকের নাম

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন

মাত্র ১৬ বছর বয়সে অতুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার মাত করলেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড (এএমএ)। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নকিয়া থিয়েটারে আলো ঝলমলে এক অনুষ্ঠানে জাস্টিন বিবারের হাতে তুলে দেওয়া হলো বছরের সেরা পপ ও রক গায়কের দুটি ট্রফি।

দুটো করে অ্যাওয়ার্ড থলেতে পোরার সৌভাগ্য হয়েছে গায়ক এমিনেম ও উশারের। কিন্তু গোটা আসরের মধ্যমণি ছিলেন বিবার। পুরস্কার হাতে উচ্ছ্বসিত জাস্টিন বিবার বলেন, ‘হাসি থামাতে পারছি না। আমি বিস্ময়াভিভূত। এমিনেমের গান আমি তিন বছর বয়স থেকে শুনি।

আর উশার তো আমার পরামর্শদাতা। আজ তাঁদের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ’ এবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পপ ও রক বিভাগে সেরা ব্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে ‘দ্য ব্ল্যাক আইড পিস’।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.