আমাদের কথা খুঁজে নিন

   

জাস্টিন বিবারের এগিয়ে চলা

গভীর কিছু শেখার আছে .... আমেরিকা ও কানাডায়ই নয়, অন্য মহাদেশগুলোতেও সমান জনপ্রিয় জাস্টিন বিবারের গানগুলো। আমেরিকা ও কানাডিয়ান টপচার্টে জাস্টিন বিবারের এ পর্যন্ত প্রকাশ হওয়া গানগুলোর সবক’টিই দীর্ঘদিন ধরে রয়েছে। অথচ বর্তমানে জাস্টিন বিবারের বয়স মাত্র ১৮! জাস্টিন বিবারের বয়স শুনে যারা ভ্রূ কুঞ্চিত করে ফেলেছেন, তাদের তার সম্পর্কে শুধু এইটুকু জানলেই হবে যে, ২০১০ সালে সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের দুটি বিভাগে জাস্টিন বিবার মনোনয়ন পেয়েছিল। অথচ জাস্টিন বিবারের আন্তর্জাতিক সংগীতের ব্যাপ্তিকাল মোটে ৪ বছর। এ অল্প সময়েই জাস্টিন বিবার জয় করেছেন ডজনখানেকেরও বেশি অ্যাওয়ার্ড।

২০১০ সালের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে জাস্টিন বিবার বর্ষসেরা শিল্পীর পুরস্কার অর্জন করেন। জাস্টিন বিবারের ‘বেবি’ ও ‘ওয়ান টাইম’ গান দুটির জনপ্রিয়তা এতই বেশি যে, ইউটিউবে গান দুটির হিট সংখ্যা অবিশ্বাস্য। জাস্টিন বিবারই প্রথম শিল্পী, যার ২০০৯ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’-এর সাতটি গানই বিলবোর্ড হিট ১০০ তালিকায় স্থান করে নেন। জাস্টিন বিবার ১৯৯৪ সালের ১ মার্চ কানাডার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন। বিবারের মা প্যাটি ম্যালেট যখন গর্ভবতী হন, তখন তার বয়স ১৮।

বিবারের মা সামান্য বেতনে বিভিন্ন দফতরে কাজ করতেন। বিবারের বাবা জেরিমি বিবার পরে আরেকটি বিয়ে করেন এবং তার আরো দুই সন্তান হয়। বিবারের দাদা ছিলেন কানাডাতে অভিবাসী জার্মান নাগরিক। শৈশবে বিবার হকি, সকার এবং দাবায় আগ্রহী ছিলেন। সে সময় তিনি সংগীতের প্রতি আকৃষ্ট হন।

বিবার নিজে গিটার, ড্রাম ও পিয়ানো বাজানো শেখেন। ২০০৭ সালে বিবার স্থানীয় এক অনুষ্ঠানে গান পরিবেশন করে দ্বিতীয় স্থান অধিকার করেন। বিবারের মা ম্যালেট বিবারের সেই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। ম্যালেট বিবারের অন্য গানগুলোও ইউটিউবে আপলোড করতে থাকেন। ইউটিউবে ভিডিওগুলোর জন্য বিবারের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।

এরপর জাস্টিন বিবারের সংগীত প্রতিভা সর্বপ্রথম নজরে আসে স্কুটার ব্রাউনের। সেটা ২০০৮ সালের কথা। পরে স্কুটার ইউটিউবে জাস্টিন বিবারের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। পরবর্তীকালে বিভিন্ন ঘটনার পরিক্রমা শেষে জাস্টিন বিবার আইল্যান্ড রেকর্ডের সঙ্গে চুক্তি করে ও তার প্রথম একক সংগীত ‘ওয়ান টাইম’ ২০০৯ সালে বিশ্বব্যাপী প্রকাশিত হয়। গানটি কানাডায় শীর্ষস্থান দখল করে।

এছাড়া তার প্রথম অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ আমেরিকাতে প্লাটিনামে ও কানাডাতে গোল্ড সার্টিফিকেট পায়। অস্ট্রেলিয়াতেও অ্যালবামটির সবক’টি গান দীর্ঘদিন টপচার্টে অবস্থান করে। এ অ্যালবামের ‘বেবি’ গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত সর্বাধিক প্রদর্শিত, আলোচিত ইউটিউব ভিডিও। জাস্টিন বিবারের পরবর্তী অ্যালবাম ‘নেভার সে নেভার-দ্য রিমিক্স’ প্রকাশিত হয় গত বছরের ১৪ ফেব্রুয়ারি।

গত বছরের নভেম্বরে প্রকাশ হয় বিবারের নতুন অ্যালবাম ‘আন্ডার দ্য মিস্টলেটয়’। আর প্রকাশের পর পরই এটি ‘বিলবোর্ড-২০০’-তে প্রথম স্থানটি দখল করে নেয়। চলতি বছরের জুন মাসে প্রকাশ হয় বিবারের ‘বিলিভ’ অ্যালবামটি। আমেরিকাতে এটি ৪র্থ স্থান ও ‘বিলবোর্ড-২০০’-তে প্রথম স্থানটি দখল করে। এছাড়া দুই সপ্তাহেই অ্যালবামটির ১ লাখ ১৫ হাজার কপি বিক্রি হয়।

সংগীত ছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছে জাস্টিন বিবার। এছাড়া উপস্থাপনাতে সমান পারদর্শী তিনি। মাত্র ১৮ বছর বয়সেই যে ছেলের এতটা উত্থান, বাকি দিনগুলোতে তার কাছ থেকে আরো কী বিস্ময় পাওয়া যাবে, সেদিকেই এখন সবার দৃষ্টি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.