আমাদের কথা খুঁজে নিন

   

চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট


দেশে যাবার সময় এবারই প্রথম সিংগাপুর হয়ে যাই। সিংগাপুরের চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেন্জারদের জন্য সুযোগ সুবিধা দেখে খুব ভালো লাগে। এয়ারপোর্ট ৩টি টার্মিনালে বিভক্ত। এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য আছে স্কাই-ট্রেন। (ছবিটি স্কাই-ট্রেন থেকে তোলা) যে কোন দিকেই ম্যাপ দেয়া আছে, যেখানে এয়ারপোর্টে আপনার অবস্থান খুব সহজেই বের করতে পারবেন।

অন্যান্য যে কোন এয়ারপোর্টের মতই প্রচুর দোকান-পাট... বড়দের জিনিসপত্রের পাশাপাশি, ছোটদের জিনিসেরও অনেক দোকান আছে... আছে চকলেটের ভান্ডার... তবে এসব জিনিসের যে দাম, কেনার কথা চিন্তাও করা যায়না... তবে কিছু কিছু সুযোগ সুবিধা আছে , যেগুলো প্যাসেন্জারদের জন্য পুরাই ফ্রি । যেমন, ঘুরতে ঘুরতে আপনার মনে হল, ইশ ! পা টা কেউ টিপে দিত... কোন সমস্যা নাই। একটু পর পরই এরকম স্বয়ংক্রিয় ম্যাসেজ মেশিন পাবেন, যেখানে বসে পা ম্যাসেজ করে নিতে পারবেন। আর যদি চান তো বসে বসে টিভিও দেখতে পারেন, আছে বিশাল এল.ই. ডি. টিভি। প্রত্যেকটা আসনের সাথে আলাদা আলাদা সাউন্ড সিস্টেম।

কেবল মাত্র আসনে বসলেই শুনতে পাওয়া যায়। গেমারদের জন্য আছে এক্সবক্স আছে থ্রিডী মুভি উপভোগের সুযোগ ট্রানজিটে থাকা অবস্থায় প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে চান, একটু পর পরই আছে ফ্রি ইন্টারনেটের ব্যাবস্থা। আর যাদের নিজস্ব ল্যাপটপ আছে তারাতো ল্যাপটপেই ফ্রি ওয়াইম্যাক্স উপভোগ করতে পারবেন। কিন্তু ল্যাপটপের ব্যাটারীর যদি ব্যাক-আপ শেষ হয়ে যায়... তার জন্যেও নো চিন্তা, আছে ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে আরাম করে ব্যাবহার করার জন্য সকেট আউটলেট সহ বিশেষ টেবিলের ব্যাবস্থা । এয়ারপোর্টে আজাইরা ছবি তুলতে তুলতে মোবাইলে চার্জ শেষ করে ফেলছেন।

আর চার্জারও ভুলে হ্যান্ডব্যাগে নিতে মনে ছিলনা। সমস্যা নাই, আপনার মোবাইলের উপযোগী বক্সে সংযোগ দিয়ে লক করে চাবি আপনার সাথে রাখুন। এবার আপনার কাজ থাকলে সেরে আসুন... বাচ্চাদের জন্য আছে প্লে গ্রাউন্ড... ভোজন রসিকদের জন্য আছে বৈচিত্রময় হোটেল রেঁস্তোরা... এটিএম বুথ... ধার্মিকদের জন্য সুন্দর ব্যাবস্থা... মেডিটেশন রুম... ধুমপায়ীদের জন্য মনোরম স্মোকিং জোন... আর কিছু পান করতে চাইলে বার... এয়ারপোর্টের ভিতরে গাছগাছালী দিয়ে পরিবেষ্টিত সুন্দরবন আছে কৈ-পুকুর কৈ-পুকুরে আবার কিছু কিছু বিধি নিষেধ আছে এত কিছুর পরে যদি বলেন কিছুই লাগবেনা, একটু ঘুমাবো, তারজন্যও ব্যাবস্থা আছে। চিৎ, কাত, উল্টা বা যেভাবে ইচ্ছা ঘুমান... ওহ্যা , বলতে ভুলে গিয়েছিলাম, চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ার্ল্ডস্ বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, ২০১০ অর্জন করে ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।