আমাদের কথা খুঁজে নিন

   

ময়লা খেতে খুব মজা

আমার ব্যক্তিগত ব্লগ

তামিম (আমার বড় বোনের ছেলে, ৯ বছর) বলেছিল, শাফিন (আমার ১ বছর ১১ মাস বয়সি ছেলে) মনে করে, সাড়া পৃথিবীতে সস্ লাগানো আছে, তাই ও খাবার হাতে দিলে সাড়া ঘরে সব জায়গায় ঘসে ঘসে খায়। কোলকাতায় নিউ মার্কেটের পাশে হাটছি, ক্লীনার ড্রেইন পরিস্কার করছিল। শাফিন খুবই উৎসাহে তাকিয়ে তাকিয়ে দেখলো, তারপর বলল, ময়লা পানি খাব। হোটেলে শাফিনের ময়লা প্রীতি পরিক্ষা করতে সামহোয়্যার আউট দরজার কাছে দাড়িয়ে বলল, এখানে কত ময়লা। শাফিন খাটের উপর খেলছিল, খেলনা ফেলে ছুটে গেল বাপের কাছে, ময়লা দেখতে।

বাংলাদেশে আমার ঘরে শাফিনকে ভাত খাইয়েছিলাম, একটু হয়তো নীচে পড়ে গিয়েছিল, আমি দেখেনি। পরে সুযোগ বুঝে সেট খেয়ে ফেলল। আমি দৌড়ে এসে মুখে আংগুল দিয়েও বের করতে পারলাম না। ওকে রাগ করে বললাম, ময়লা খায়না। ও চুপচাপ চলে গেল, দুরে গিয়ে বিরবির করে বলল, ময়লা খেতে খুব মজা।

শাফিনকে মোমের রং কিনে দিয়েছি। মাঝে মাঝে ছবি আকে। ওকে ছবি আকতে দিয়ে কাপড় ভাজ করছিলাম। কোন ফাকে যেন রং মুখে দিয়ে চিবিয়ে খাচ্ছে, আর বলছে, খুব মজা। তারাতারি মুখের রং যতটা পারি বের করলাম।

পানি দিয়ে ধুইয়ে দিলাম আর সব রং উঠিয়ে রাখলাম। শাফিন খুব মন খারাপ করেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.