আমাদের কথা খুঁজে নিন

   

জেনেনিন কিভাবে ডিজিটাল সিস্টেমে কান চুলকাবেন এবং কানের ময়লা পরিস্কার করবেন।

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com এতদিন পর্যন্ত কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার যত রকম পদ্ধতি জানি সবই সনাতন পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতি। মানব জাতি সৃস্টির পর থেকেই এ সব পদ্ধতির ধীরে ধীরে মানুষ আয়ত্ব করেছে। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানেও ব্যপক গবেষনা চলছে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার জন্য। সব পদ্ধতিই ম্যানুয়াল পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ। হাট-বাজার, ফেরীঘাট, বাস, লঞ্চ, ট্রেন বা কোর্টকাচারীর হকারই (ডাক্তোর) বলেন আর বড় বড় ডিগ্রীধারী চিকিৎসকই বলেন সবাই এখন পর্যন্ত আপনার কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করার জন্য সনাতন বা ম্যানুয়াল পদ্ধতির উপরই পুরোপুরি নির্ভরশীল।

কানের চিকিৎসকগন সবসময় বলেন, কানের ভিতর কখনই শক্ত কিছু প্রবেশ করাবেন না। এমনকি কটনবাডও নিরাপদন নয়। তাই আসুন জেনে নেই কিভাবে সবচেয়ে নিরাপদে ডিজিটাল পদ্ধতিতে কান চুলকাবেন এবং কানের ময়লা পরিস্কার করবেন। আপনার কানে যদি ময়লা জমে চুলকানি শুরু হয় তবে, প্রথমে আপনার দুই কানে চারফোঁটা করে অলিভ অয়েল দিয়ে নিন। তারপর কিছুক্ষন চুপচাপ বসে থাকুন।

এরপর আপনার মিউজিক প্লেয়ার, মোবাইল ফোন, ল্যাপটপ অথবা পিসিতে এবং কানের সাথে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতে থাকুন। অবশ্যই একটুখানি তুলা দুই কানে দিয়ে নিবেন, যাতে ময়লা হেডফোনে না লাগে। এভাবে ২০ থেকে ৩০ মিনিট গান শুনলেই আপনার সমস্ত যন্ত্রনা শেষ। হয়ে গেল ডিজিটাল সিস্টেমে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করা। এবার আসুন কি ধরনের গান শুনলে ভাল ফলাফল পাবেন।

আপনার সাউন্ড সোর্স ডিজিটাল হলে সবচেয়ে ভাল। আপনি যদি রক গান বা হেভিমেটাল শুনেন তারাতারি কাজ হবে। ভাইব্রেশনের ঠেলায় ময়লা খুব দ্রুত বের হয়ে যাবে, তবে সেক্ষত্রে আপনার কানের বারোটা বাজার সম্ভাবনা আছে। আপনি যদি সাধারন ইংরেজী, হিন্দি, উর্দ্দু বা বাংলা শুনেন তবে স্বাভাবিক গতিতে কাজ হবে, ময়লা বের হয়ে কান চুলকানি বন্ধ হবে। আর আপনি সফট মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক শুনেন তবে খুবই ধীরে ধীরে কাজ হবে, এক্ষেত্রে ময়লা বের হয়ে কান চুলকানি বন্ধ হতে একটু সময় বেশী লাগবে।

আর সাথে যদি আপনি ডান্স করতে পারেন, তবে আরো ভাল ফল পাবেন। এর পর আপনার কাজ শুধু ময়লা বের হবার পর পরিস্কার কাপড় দিয়ে মুছে ফেলা। সবাই এনজয় করুন ডিজিটাল সিস্টেমে কান চুলকানি এবং কানের ময়লা পরিস্কার করা। এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত। কান চুলকানি নিয়ে আমার আগে প্রকাশিত একটি পোষ্ট আছে নিচের লিংকে।

প্রসঙ্গঃ কান চুলকানি! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.