আমাদের কথা খুঁজে নিন

   

পরশুরামে বাড়তি দামে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনার হিড়িক

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন >>> ফেনীর পরশুরামে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে এক শ্রেনীর যুবক মোটর সাইকেল যোগে বিভিন্ন গ্রামে ও দোকানে ঘুরে ঘুরে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনতে দেখা যায়। যুবকেরা বিভিন্ন দোকান ও গ্রামে গিয়ে এক টাকার কয়েন এর বিনিময় ২০ থেকে ৫০ টাকা কোন কোন েেত্র একশ টাকা দিয়ে কয়েন কিনছে তবে কি কারনে তারা এসব কয়েন কিনছে তার কোন সঠিক জবাব দিতে পারেনি। প্রত্যদর্শী সুত্রে জানা যায়, সকাল থেকে সারাদিন পরশুরাম উপজেলার ছাত্রলীগ নেতা সহ কয়েকজন যুবক মোটর সাইকেলে যোগে পরশুরাম বাজারের বিভিন্ন দোকান ও গ্রামে গিয়ে বাড়তি টাকা দিয়ে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনেছে। উপজেলা পরিষদ সড়কের চা দোকানদার জয়নাল মিয়া জানান, তিনি ৫টি কয়েন একশ টাকায় বিক্রি করেছেন। পরশুরাম বাজারের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, ব্যাংকে কয়েন বিক্রি করার জন্য লোকজন সকাল থেকে ভিড় করে।

কিন্তু ব্যাংকে বাড়তি টাকা দিয়ে কয়েন না কিনায় এখন আর কেউ আসতেছেনা । কৃষি ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো মোস্তাফা জানান, সকালে কয়েকজন এক টাকার কয়েন বিক্রি করার জন্য এসেছিল । তিনি জানান, এটা একটা গুজব ছাড়া আর কিছু নয়। উপজেলার কয়েক দোকানদার থেকে অনেক গুলি কয়েন কিনেছেন । তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কেন কয়েন কিনছেন? কয়েন কিনা কয়েকজন যুবক কেন এই কিনছে জানতে চাওয়া হলে তারা জানায়, বাইরের কয়েকজন লোক কেনার জন্য বলেছে।

তবে কেন কিনার জন্য বলেছে তা তারা জানেননা । পরশুরাম বাজারের মা জুয়েলার্সের সর্ত্বাধিকারী গুবিন্দ্র হাজারী জানান, এক টাকার কয়েন স্বর্ন দোকানে কাজে লাগে না তবে তামার কোন কয়েন হলে তা কাজে লাগে তবে বেশী দামে যারা কয়েন কিনছে তারা অন্য কোন কাজের জন্য কিনতে পারে। সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক বদরূল আলম জানান, কারা কেন এক টাকার কয়েন কিনছে আমরা জানিনা। তবে সকাল থেকে অনেকে কয়েন বিক্রি করার জন্য এসেছিল ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.