আমাদের কথা খুঁজে নিন

   

জলের মত যৌবনই জীবন

আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। জলের মত যৌবনই জীবন এই অস্থিরতা থামাবে কে মাঝরাতে শ্বাস চলে যায় কোথাও ভিতর বাড়ি বাহির বাড়ি নৈকট্যে থাকে সব দরোজা জানালা এক হয়ে যায় আমি হুড়মুড় করে জেগে উঠি গলায় ঢালি অমিয় জল। বেঁচে থাকা বুঝি নন্দন ভ্রমণ যখন যৌবন থাকে সন্নিকটে জুলপি থাকে কাঁচা সটান চিবুক এরই নাম বুঝি জীবন এরই নাম বুঝি সুস্থিরতা যতক্ষণ তোমার হাতে থাকে যৌবন নগমা তপতীরা নাগপাশে থাকে। জলের মত যৌবনই জীবন আগে পিছে মানুষ দুগ্ধ শিশু। ২। বৃন্দাবন আমাকে ছেড়েছে বাউল বিদায়ের বানী ভেসে আসে দূর নিভৃতের কান্না মন্দ্রিত সুর ঝিঝি পোকার এলিজি বিষাদ ভরা অন্তঃপুর। আমাকে ছেড়েছে মায়া আশৈশব ঘরের দাওয়া আমাকে ছেড়েছে বটের ছায়া তুলির আঁচড় স্বর্গের বর যৌবনের কোল বেয়ে বয়ে চলা রুপালী সাগর। আমার সবুজ ভূগোল আমার পুরনো আঁচল সারি সারি অভিমান গড়ে তোলে বৃন্দাবন। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।