আমাদের কথা খুঁজে নিন

   

পরীর প্রেম

জীবিত মানুষেরা মরে যায় অথচ জেগে উঠে মৃত মানুষেরা

সে এক রুপোলী চাঁদের রাতে এসেছিল পরী বলেছিল কথা সুর মধুর সেধে। আমার নয়ন কপোল জুড়ে চুম্বন ছিল আঁকা - দিয়েছিল ঠোঁটে মুখস্পর্শ নাকে নাক ঘষা। শুভ্র দেহে তার আলো মোলায়েম বিচ্ছুরণ - ঢেউয়ে ঢেউ তুলছিল হেসে হেসে মেতেছিল - স্বপ্নে আমায় করেছিল উত্তরণ। অনেক প্রতীক্ষার প্রহর গুণে রাত্রির পর ভোর এনে পরীর পায়ে নূপুর শুনে পেতে চেয়েছিলাম সম্বিত। ওড়ালো বাতাস আহ্‌ মায়াময় সময় বরফ শীতল হলো মধু মাখা প্রণয় হৃদয় ছেড়ে যে বেদনা আমার হলো এবার কেন আজানুলম্বিত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।